Father's Day 2023 : করণ জোহার থেকে তুষার কাপুর, বলিউডের সিঙ্গেল বাবারা

Updated : Jun 18, 2023 07:10
|
Editorji News Desk

বাবা । এই একটা শব্দেই লুকিয়ে রয়েছে নির্ভরতা,শক্তি, অনেকটা আবেগ, অনেকটা ভালবাসা । বাবা (Father) সন্তানদের কাছে বটবৃক্ষের মতো, মুশকিল আসানের চাবিকাঠি । প্রত্যেক সন্তানের কাছেই বাবা তাঁদের সুপার হিরো । ১৮ জুন সেই বাবাদের দিন । ফাদার্স ডে । বিশ্বে এমন কিছু বাবা আছেন, যাঁরা একা হাতেই সন্তানকে বড় করে তুলছেন । পরিভাষায় বলা হল সিঙ্গল ফাদার । কাজটা কিন্তু খুব একটা সহজ নয় । কিন্তু অসম্ভবও যে নয়, তা বুঝিয়ে দিচ্ছেন করণ জোহার তুষার কাপুররা । কেউ স্বেচ্ছায়, কেউ আবার পরিস্থিতির চাপে সিঙ্গল ফাদার হয়েছে ।  বলিউডে এরকমই ৩ সিঙ্গল ফাদারদের সম্পর্কে জেনে নেওয়া যাক । 

তুষার কাপুর

বলিউডে 'সিঙ্গল ফাদার' ট্রেন্ড মনে হয় তুষার কাপুরই তৈরি করেছিলেন । বিয়ে না করেই ২০১৬ সালে বাবা হওয়ার খবরে সকলকে চমকে দিয়েছিলেন জিতেন্দ্র পুত্র । বাবা হওয়ার জন্য তুষার সাহায্য নেন আইভিএফ পদ্ধতি ও সারোগেসির। ছেলে লক্ষ্যর সঙ্গে মিষ্টি মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তুষার । অভিনেতা জানিয়েছেন, লক্ষ্যকে পেয়ে তাঁর জীবন সম্পূর্ণ । এদিকে, অবিবাহিত হয়েও বাবা হওয়ার সৌভাগ্য অর্জন নিয়ে আস্ত একটা বই লিখে ফেলেছেন তিনি। বইটির নাম 'ব্যালেচার ড্যাড: মাই জার্নি টু ফাদারহুড অ্যান্ড মোর'।

করণ জোহর
  
২০১৭ সালে IVF-এর মাধ্যমে যমজ সন্তান রুহি এবং যশের বাবা হন করণ জোহর । সিঙ্গল ফাদার হওয়ার সিদ্ধান্তে মা-কে সবসময় পাশে পেয়েছেন করণ । তিনি জানিয়েছেন, লালন-পালনের জন্য দুজনকে প্রয়োজন হয় তেমনটা নয়। একটা শক্তপোক্ত হৃদয় থাকা জরুরি । যেটা তাঁর আছে । রুহি এবং যশকে তাঁর জীবনে আনার জন্য ঈশ্বরকে সবসময় ধন্যবাদ জানান তিনি ।

চন্দ্রচূড় সিং

হাতে গোনা কয়েকটি ছবি করলেও সিনেপ্রমী দর্শকদের কাছে আজও পরিচিত বলিউড অভিনেতা চন্দ্রচূড় সিংয়ের নাম । ছেলে স্বর্ণজয়কে বড় করার জন্য কেরিয়ারে ব্রেক নেন অভিনেতা । আজকাল তাঁকে খুব বেশি বড়পর্দায় দেখা যায় না । পুরো সময়টাই স্বর্ণজয়কে দেওয়ার চেষ্টা করেন । অভিনেতা জানান, 'আমার ছেলের সঙ্গে থাকা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং আমি আমার সিদ্ধান্তের জন্য একটুও অনুশোচনা করি না ।'

Bollywood

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ