বলিউড(Bollywood) জুড়ে যেন এখন প্রেমের মরশুম। ভিকি-ক্যাটের(Vicky-Katrina) বিয়ের রেশ কাটতে না কাটতেই আবার সানাইয়ের সুর শোনা যাচ্ছে বলিউডের(Bollywood) আকাশে বাতাসে। জানা গেছে, আগামী ২১ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ফারহান আখতার(Farhan Akhtar)। পাত্রী তাঁর দীর্ঘদিনের বান্ধবী শিবানী দান্ডেকর(Shibani Dandekar)। প্রথম স্ত্রী অধুনার সঙ্গে বিচ্ছেদের পর মার্কিন-ভারতীয় মডেল শিবানীর(Shibani Dandekar) সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ফারহান(Farhan Akhtar)। ২০১৮ সালেই তাঁদের সম্পর্ককে প্রকাশ্যে আনেন দু'জনে।
সূত্রের খবর, কোভিড(Covid) সংক্রমণের জেরে ঘরোয়াভাবেই বিয়েটা সারতে চান ফারহান-শিবানী। খুব ছোট করে পরিবার-পরিজনকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে খবর। বেশ কয়েক বছর পর লিভ-ইনের পর এবার বিয়ের সিদ্ধান্ত ফারহান-শিবানীর(Farhan-Shibani)।
আরও পড়ুন- Shruti Das : চিরাচরিত প্রথা ভেঙে নিজের বোনপোকে 'মিমিভাত' খাওয়ালেন অভিনেত্রী শ্রুতি দাস
ফারহান আখতার(Farhan Akhtar) শেষ অভিনয় করেছেন রাকেশ ওমপ্রকাশ মেহেরার(Rakeysh Omprakash Mehra) 'তুফান' ছবিতে। তবে অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও হাত পাকিয়েছেন তিনি। তাঁর নির্দেশিত 'জি লে য্যারা'তে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া(Priyanka Chopra), আলিয়া ভাট(Alia Bhatt) এবং ক্যাটরিনা কাইফ(Katrina Kaif)। অন্যদিকে, বিভিন্ন সঞ্চালনার পাশাপাশি আমাজন প্রাইমের(Amazon Prime) ওয়েব সিরিজ 'ফোর মোর শটস্'-এর দ্বিতীয় সিজনেই দেখা যাবে শিবানীকে(Shibani)।