বুধবার রাত থেকে দেশজুড়ে একটা ঝড় উঠেছে । শাহরুখ (Shah Rukh Khan) ঝড় । এই ঝড় থামার নয় । দফায় দফায় ঝড়ের গতি আরও বাড়ছে । দেশজুড়ে বেশিরভাগ সিনেমাহল হাউসফুল । সিনেমাহলগুলির বাইরে কোথাও ঢাক ঢোল নিয়ে চলছে নাচ, কোথাও আবার ফ্যানেদের হাতে 'জওয়ান' লেখা, উই লভ শাহরুখ লেখা ব্যানার । এই যে এত উত্তেজনা, ফ্যানেদের প্রত্যাশা কী পূরণ করতে পারলেন শাহরুখ ? সিনেমা (Jawan) দেখে বেরিয়ে কী বলছেন শাহরুখ ভক্তরা ?
মুম্বইয়ের গেইটি গ্যালাক্সি সিনেমা হল থেকে বেরিয়ে প্রথম দিন, প্রথম শো দেখে দর্শকরা বলছেন, শাহরুখের কেরিয়ারের সেরা ছবি ‘জওয়ান’ (Jawan Review)। চলতি বছরের সেরা ছবি 'জওয়ান' । সিনেমায় নতুন নতুন রূপে দেখা গিয়েছে শাহরুখকে । আর অ্যাকশন ? সেখানেও নাকি এক অন্য কিং খানকে পাবেন দর্শকরা । এছাড়া, স্ক্রিপ্টও দারুণ, বলছেন সকলেই । এককথায় ব্লকব্লাস্টার, পয়সা উসুল সিনেমা, বলছেন অনুরাগীরা ।
মুম্বইয়ের আইকনিক সিনেমাহল গেইটি গ্যালাক্সিতে প্রথম শো রাখা হয়েছে ভোর ৬টায় । এমন ঘটনা ইতিহাসে প্রথম ।এই শোয়ের আয়োজন করেছে শাহরুখ খানের ফ্যান ক্লাব এসআরকে ইউনিভার্স ।
ট্রেড অ্যানালিস্টরা মনে করছেন, প্রথম দিনই ৭০ কোটির ব্যবসা করতে পারে এই ছবি। বাংলার বুকে দিন পিছু প্রায় ১১০০ শো রাখা হয়েছে । ১১ দিনে শো-এর সংখ্যা ৮৮০০টি। প্রথম দিন বাদে বাকি ক্ষেত্রে ৫০-৬০টি আসন ইতিমধ্যেই উইকেএন্ডে ভর্তি হয়ে গিয়েছে।
এছাড়া ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তির আগেই ২৫০ কোটির চুক্তি স্বাক্ষর করেছে জওয়ান। ছবি মুক্তির ২ মাস পর ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করবে 'জওয়ান'।