করোনা আক্রান্ত হলেন প্রযোজক একতা কাপুর(Ekta Kapoor)। করোনার(Coronavirus) দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পরেও আক্রান্ত হয়েছেন তিনি। সোমবার একতা(Ekta Kapoor) নিজেই এই খবর জানান ইনস্টাগ্রামে(Instagram)।
নিজের করোনা(Coronavirus) আক্রান্ত হওয়ার খবর ইনস্টাগ্রামে(Instagram) শেয়ার করে একতা(Ekta Kapoor) লেখেন,'সমস্ত বিধিনিষেধ মানা সত্ত্বেও আমি কোভিডে আক্রান্ত হয়েছি। তবে আমি ঠিক আছি। বিগত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের সবাইকে করোনা পরীক্ষা করার আর্জি জানাচ্ছি।'
অভিনেতা বিক্রান্ত মাসে(Vikrant Massey), শ্বেতা তিওয়ারি(Sweta Tiwari), হিনা খান( Hina Khan) সহ অনেকেই একতার দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, সোমবারই অভিনেতা জন আব্রাহাম( John Abraham) জানান, তিনি এবং তাঁর স্ত্রী প্রিয়া রাঞ্চল( Priya Runchal) আক্রান্ত হয়েছেন করোনায়। দুজনেই টিকা নেওয়ার পরেও আক্রান্ত হয়েছেন করোনায়।
আরও পড়ুন- John Abraham: করোনা আক্রান্ত সস্ত্রীক জন আব্রাহাম, বাড়িতেই কোয়ারেন্টাইনে দু'জন
বলিউড থেকে টলিউড করোনা থাবা বসিয়েছে সর্বত্র। করিনা কাপুর(Kareena Kapoor) থেকে শুরু করে অর্জুন কাপুর(Arjun Kapoor), করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের একের পর এক সেলিব্রিটি। অন্যদিকে, টলিউডে সৃজিত মুখোপাধ্যায়(Srijit Mukherji) থেকে শুরু করে পার্নো মিত্র(Parno Mitra); গত দু'দিনে একাধিক করোনা আক্রান্তের খবর মিলেছে।