‘ড্রিম গার্ল ২’ এর একটি নতুন পোস্টার সামনে এল। যেখানে অনন্যা পান্ডে ‘'করম কি ড্রিম গার্ল’ পরির ভূমিকায় অভিনয় করবেন। পোস্টারে ড্রিম গার্লের ভূমিকায় আয়ুষ্মান খুরানা। পর্দার থেকে মুখ বাড়িয়েছেন তিনি, আর তাঁর দিকে চেয়ে পরি।
ড্রিমগার্লের অফিসিয়াল ট্রেলার মুক্তি পাবে ১ অগাস্ট। নির্মাতারা নতুন পোস্টার উন্মোচন করার পরপরই, দর্শকদের কৌতূহল কয়েকগুণ বেড়ে গিয়েছে। ২৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ড্রিম গার্ল ২’। এর আগে জুলাই মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ছবিটির জন্য প্রয়োজনীয় ব্যাপক ভিএফএক্স কাজের কারণে মুক্তির দিন পিছিয়ে যায়।
Rukmini Maitra: নারীর সাফল্যে আজও ঈর্ষা? প্রশ্ন ছুড়লেন পর্দার 'দ্রৌপদী' রুক্মিণী
'ড্রিম গার্ল 2' হল ২০১৯ সালে মুক্তি পাওয়া অত্যন্ত সফল চলচ্চিত্র 'ড্রিম গার্ল'-এর সিক্যুয়াল। আয়ুষ্মান এবং অনন্যা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন আন্নু কাপুর, পরেশ রাওয়াল, আশারানি, মনজোত সিং এবং বিজয় রাজ।