বলিউডের কিং-কে ধন্যবাদ জানালেন চিকিৎসক কাফিল খান (Dr Kafeel Khan)। সারা দেশ জুড়ে দাপিয়ে ব্যবসা করেছে শাহরুখ খানের ছবি জওয়ান (Jawan), এই ছবি সুপারহিট হওয়ার একটি কারণ অবশ্যই কিং স্বয়ং। কিন্তু ছবির প্লট, গল্প থেকে শুরু করে সামাজিক বার্তা সবই বেজায় প্রশংসিত হয়েছে গোটা বিশ্ব জুড়েই। ছবির ছত্রে ছত্রে উঠে এসেছে কৃষক মৃত্যু , স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোগত সমস্যা, অস্ত্র কেলেঙ্কারি, দুর্নীতির মতো একাধিক ঘটনার উল্লেখ রয়েছে।
Sohini-Shovan: সমুদ্রে একসঙ্গে শোভন-সোহিনী, তবে কি প্রেম জমে ক্ষীর?
২০১৭ সালে গোরক্ষপুরের মর্মান্তিক শিশুমৃত্যুর (Gorakhpur Tragedy) ঘটনায় গ্রেফতার করা হয়েছিল চিকিৎসক কাফিল খানকে। ছবিতে সানিয়া মালহোত্রা অভিনয় করেছিলেন ডক্টর ইরমের চরিত্রে। অনেকেই তাঁর চরিত্রে খুঁজে পেয়েছেন কাফিল খানের ছায়া। এরকম একটা জ্বলন্ত সামাজিক ইস্যু ছবির মাধ্যমে সাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য শাহরুখ এবং পরিচালক অ্যাটলিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।