সবকিছু ঠিক থাকলে এক যুগ পর ফের সিলভার স্ক্রিনে শাহরুখ-প্রিয়াঙ্কা। ১২ বছর পর আবার ফারহান আখতারের (Farhan Akhtar) হাত ধরেই ফিরছে ডন। ‘পাঠান’, ‘জওয়ান’ নামে তো আজকাল শাহরুখকে ডাকছে সকলে। ২০০৬ থেকে বলিউডের ‘ডন’ ছিলেন শাহরুখ খান। এরপর ২০১১ সালে মুক্তি পায় ছবির সিক্যুয়েল ‘ডন 2’। কিং খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার কেমিস্ট্রি সেই সময় বক্স অফিসে ঝড় তুলেছিল। এবার আসছে ‘ডন 3’। ফারহান আখতারের পরিচালনায় শুরু হয়েছে ‘ডন 3’ এর কাজ। এই খবরে সিলমোহর দিয়েছেন প্রযোজক রীতেশ সিদওয়ানি।
১২ বছর পর ফারহান আখতার হাত দিয়েছেন সিনেমার স্ক্রিপ্টিংয়ের কাজে। অমিতাভ বচ্চন অভিনীত একই নামের ১৯৭৮ সালের সিনেমার স্বত্ব ফারহান এবং রিতেশের এক্সেল এন্টারটেইনমেন্ট ব্যানার কিনেছিল।