ফেসবুক লাইভে এসে 'স্বাস্থ্য' উচ্চারণ করতে গিয়ে হোঁচট খেলেন সাংসদ অভিনেতা দেব (Dev)। যদিও সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নিয়েছেন তিনি। সঠিক উচ্চারণটাও করেছেন। এমনকি খানিকটা মজার ছলেই সকলকে জানিয়ে দিয়েছেন তাঁর বাংলা নিয়ে হাসাহাসির কিছু নেই।
ঠিক কী হয়েছে?
আসলে গত ৩০ সেপ্টেম্বর 'বাঘা যতীন' (Bhagha Jatin) ছবির 'বাঘা বাঘা হে' গানটি রিলিজের জন্য বাঘা যতীন বয়েজ স্কুলের ছোটদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন ভেবেছিলেন দেব। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই পরিকল্পনা সফল হয়নি।
সেই কারনেই একটি ফেসবুক লাইভ করেন তিনি। সেই লাইভে বলেন, 'ইভেন্ট আসবে যাবে। সিনেমা রিলিজ হতে থাকবে কিন্তু বাচ্চাদের স – সাস্ত্য… এই না! আমার বাংলা নিয়ে কোনও প্রশ্ন করবেন না কিন্তু।'
আরও পড়ুন - 'হইচই'-এর জন্মদিনে অনুপস্থিত মধুমিতা, জোরাল হচ্ছে সম্পর্ক ভাঙার জল্পনা
সাংসদ অভিনেতা দেবের উচ্চারণ নিয়ে ইন্ডাস্ট্রি এমনকি বাইরেও কম চর্চা হয়নি। কিন্তু সেসবে কান না দিয়ে নিজেকে ভেঙে গড়ে দর্শকদের একের পর এক চমক দিয়েছেন দেব। কিন্তু দেবের বাংলা নিয়ে এখনও যে বিস্তর কাটাছেঁড়া হয় তা বোধহয় দেবেরও অজানা নয়। আর সেই কারণেই ফেসবুক লাইভে উচ্চারণ নিয়ে সামান্য হোঁচট খেলেও নিজেকে সামলে নিলেন অভিনেতা।