অবসাদ। এই ছোট্ট শব্দটা এখন বিশ্বের কাছে মাথাব্যথার অন্যতম কারণ। কিন্তু বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি কিন্তু অবসাদ নিয়ে অন্য কথাই বলছেন। তাঁর মতে, এইসব হল শহুরে রোগ। যাঁরা বিত্তবান, তাঁদের ঘরের এই রোগ বেশি দেখা যায়। গ্রামের মানুষরা এই রোগ সম্পকে কিছুই জানেন না। এমনকী তাঁদের এই রোগ ছুঁয়েও দেখে না। তাঁর দাবি যাঁরা সুবিধাভোগী নন, তাঁদের কাছে এই অবসাদ অর্থের কোনও অর্থ নেই। বলিউড অভিনেতা জানিয়েছেন, এই সব রোগ সম্পর্কে তিনি শহরে আসার পরেই জানতে পেরেছেন।
বিহারের প্রত্যন্ত গ্রামে জন্ম বলিউড অভিনেতার। বুধনার এই বাসিন্দার দাবি, শহরে খুব ছোট বিষয়কে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়। যার জন্য মানুষ একটি বিষয় নিয়ে অহেতুক চিন্তায় ডুব দেন। তাঁর বেড়ে ওঠা গ্রামে। তাই এখনও তিনি এসব বিষয়কে পাত্তা দেন না। এমনকী, তাঁর গ্রামে যদি কেউ বলেন তিনি অবসাদে ভুগছেন। লোকে তাঁর দিকে তাকিয়ে হেসে উঠবেন।
তাঁর মতে, একজন শ্রমিক বা ফুটপাতবাসীকে অবসাদের বিষয়ে জিজ্ঞাসা করে দেখুন তো! বৃষ্টি এলে তাঁরা নাচেন! অবসাদ কী, তাঁরা জানেন না। টাকাপয়সা হাতে এলেই অবসাদের মতো সমস্যা গ্রাস করে।