দুই থেকে তিন হতে চলেছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন এবং রণবীর সিং। কিন্তু বারবার দীপিকার বেবিবাম্প নিয়ে প্রশ্ন তুলেছেন নেট নাগরিকরা। এবার পরোক্ষভাবে সকলকে জবাব দিলেন অভিনেত্রী।
শুক্রবার একটি পোস্ট করেন দীপিকা পাডুকোন। সেখানে নিজের ব্যান্ডে প্রচার করতে শোনা যায়। ওই ভিডিয়োতে স্পষ্ট বোঝা যায় দীপিকার বাম্প। যে ভিডিয়ো দেখে অনেকেই মনে করছেন নিজের বেবিবাম্প নিয়ে হাজারো প্রশ্নের জবাব দিলেন দীপিকা। এমনকি এই ভিডিয়োতে তিনি উল্লেখ করেন, তিনি লাইভে এসে কথা বলবেন। তবে ঠিক কী বিষয়ে কথা বলবেন সেটা এখনও জানা যায়নি।
আরও পড়ুন - সুহানা,শাহরুখদের সঙ্গে যেন ছায়াসঙ্গী বচ্চনের নাতি, কিং-কন্যের সঙ্গে সম্পর্ক কি জমে ক্ষীর?
২০ মে লোকসভা নির্বাচনে ভোটদান করতে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। সেখানে দীপিকার পরনে ছিল একটি সাদা শার্ট এবং একটি নীল রঙা ডেনিম প্যান্ট। সেদিন দীপিকার বেবিবাম্প ধরা পড়ে। তবে সেই ছবি দেখেই দীপিকার হাঁটাচলা এবং তাঁর বেবিবাম্প নিয়ে প্রশ্ন উঠেছিল।