'বেশরম রং' মুক্তি পেতেই উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। গেরুয়া বিকিনির (Bikini) দৃশ্যও বাদ পড়েছে সেন্সরে। ছবি মুক্তি পেতে এখনও কয়েক ঘন্টা বাকি। তার আগে বিকিনি প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone)।
'যশরাজ ফিল্মস'-এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যেখানে দীপিকাকে প্রশ্ন করা হচ্ছে হরেক রকম বিকিনি পরে শ্যুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল?
আরও পড়ুন- মুক্তির আগেই 'ব্লকব্লাস্টার' কিং খানের পাঠান, অগ্রিম বিকিয়েছে ২০ কোটির টিকিট
দীপিকা জানিয়েছে, দৃশ্যটি দেখে মনে হচ্ছে সুন্দর পরিবেশে সমুদ্রসৈকতে পার্টি সিক্যোয়েন্সটি শ্যুট করা হয়েছে। কিন্তু আদতেও তেমন না। শ্যুটিংয়ের দিনটি একেবারেই মনোরম ছিল না। বরং কনকনে ঠাণ্ডা ছিল আবহাওয়া। তীব্র হাওয়ার মধ্যে বিকিনি পরে গোটা গানের শ্যুট করা হয়েছে। যা মোটেই সহজ নয়।