Shahrukh Khan : থানায় ল্যান্ডলাইনে ফোন, বাদশাকে প্রাণে মারার হুমকি, তদন্তে মুম্বই পুলিশ

Updated : Nov 07, 2024 15:42
|
Editorji News Desk

স্বস্তি নেই বলিউডের !

গ্যালাক্সির পর এবার মন্নত। হুমকি এবার শাহরুখের সদরে। সলমনের পর আরও খানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তদন্ত শুরু করল মুম্বই পুলিশ। মুম্বই পুলিশ জানিয়েছে, বান্দ্রা থানার ল্যান্ডলাইনে ফোন করে শাহরুখকে খতম করার হুমকি দেওয়া হয়। 

ফোন পাওয়ার পরেই তদন্তে নেমেছে পুলিশ। দায়ের করা হয়েছে অভিযোগ। ভারতীয় ন্যায় সংহিতার দুটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। সাইবার সেলের সাহায্যে মুম্বই পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ফোন এসেছিল ছত্তীশগড়ের রায়পুর থেকে। ওই কলারের নাম ফাইজান বলে দাবি করেছে মুম্বই পুলিশ। রায়পুর গিয়েছে মুম্বই পুলিশের একটি দল। 

সম্প্রতিতে লাগাতার হুমকিতে অস্বস্তি বেড়েছে বলিউডের আর এক খান সলমনের। মাত্র সাতদিনের মধ্যেই লরেন্স বিষ্ণোনই গ্যাংয়ের হুমকিতে বুক কেঁপেছে গ্যালাক্সির অন্দরে। এই হুমকির অভিযোগে এবার বেঙ্গালুরু থেকে এক ঝালাই মিস্ত্রিকেও গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে লরেন্সের ভাই আনমোলের যোগ পেয়েছেন তদন্তকারীরা। এই আনমোলের নাম করেই সম্প্রতি পাঁচ কোটি টাকা চেয়ে সলমনকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। 

তবে, শাহরুখকে খুনের হুমকি দেওয়ার ঘটনা এই প্রথম নয়। ২০২৩ সালে বক্স অফিসে পাঠান ও জওয়ানের সাফল্যের পরেই হুমকি এসেছিল বাদশার বাড়িতে। নিরাপত্তা বাড়াতে তাঁর পাশে সর্বক্ষণের জন্য ছয় সশস্ত্র রক্ষী নিয়োগ করা রয়েছে। 

বাবা সিদ্দিকির খুন। সলমনকে লাগাতার হুমকি। এবার শাহরুখ খান। তালিকায় রয়েছেন আরও এক বলি অভিনেতা। তিনি বিক্রান্ত মেসি। দ্য সবরমতী রিপোর্ট নামে একটি সিনেমায় অভিনয় করেছেন বিক্রান্ত। অভিযোগ, তারজন্যই তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। 

সবমিলিয়ে হুমকি ফোনের আবহে যেন এক দমবন্ধ কর পরিস্থিতি বলিউডের। তালিয়া যেন দীর্ঘ হচ্ছে। তবে, মুম্বই পুলিশ জানিয়েছে, প্রতিটি মামলার তদন্ত চলছে। 

Shah Rukh Khan

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ