বাবা-মা সম্পর্কে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তাকে সমাজ বরদাস্ত করে না। এই ভাষা একজন বিকৃত মানসিকতার সমান। ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়াকে গ্রেফতারি থেকে আপাতত স্বস্তি দিয়েও, তাঁকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবারের শুনানিতে আদালতের নির্দেশ নতুন করে FIR-করা যাবে না রণবীরের বিরুদ্ধে। গ্রেফতারও করা যাবে না। কিন্তু বাবা-মা'র যৌন সম্পর্ক নিয়ে এই ইউটিউবার যে মন্তব্য করেছেন তা জঘন্য এবং নিকৃষ্ট।
কী বলেছে দেশের শীর্ষ আদালত?
মঙ্গলবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের এজলাসে রণবীর আল্লাহবাদিয়া মামলার শুনানি হয়। এদিনের শুনানিতে 'বাবা-মায়ের যৌনতা' নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসিত হলেন রণবীর। আদালত জানায়, এই রণবীরের মন্তব্যে ভীষণ নোংরা মানসিকতার প্রতিফলন হয়েছে। বাকস্বাধীনতা থাকলেও সমাজবিরোধী মন্তব্য করার লাইসেন্স পাওয়া যায় না।
বিচারপতি কান্তের কথায়, 'রণবীরের মানসিকতা, চিন্তাভাবনা অত্য়ন্ত খারাপ। সেটারই প্রকাশ ঘটেছে তাঁর বক্তব্যে। এই বক্তব্যের জেরে নিজের বাবা-মায়েরও বিপুল সম্মানহানি করেছেন তিনি। জনপ্রিয় হলেই যা খুশি বলা যায় না বলেও সাফ জানিয়েছেন বিচারপতি।
তবে, এদিন তিরস্কারের পাশাপাশি সুপ্রিম স্বস্তি পেয়েছেন জনপ্রিয় ইউটিউবার। আদালত সাফ জানিয়েছে, 'ইন্ডিয়া'স গট লেটেন্ট' নামক স্ট্যান্ড আপ কমেডি শো'য়ে করা এই বিতর্কিত মন্তব্যের এখনই গ্রেফতার করা যাবে না ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়াকে। এমনকি তাঁর নামে নতুন করে কোনও FIR-ও করা যাবে না।
কী হয়েছিল ?
বাবা-মায়ের যৌনতা নিয়ে মন্তব্য করেছিলেন পডকাস্টার রণবীর। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল গোটা দেশে। অসম, মহারাষ্ট্র এমনকি দেশের একাধিক থানায় তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। এই সব অভিযোগের থেকে মুক্তি পেতেই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রণনীর। চেয়েছিলেন আগাম জামিনও। এই মামলার শুনানিতে রক্ষাকবচ পেয়েছেন রণবীর।