রিলিজের আগে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের কোপ। করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেমকাহানি'-র পাঁচটি দৃশ্য বাদ পড়েছে। যার জেরে ছবিতে কিছু পরিবর্তন ঘটতে চলেছে। নেই কবিগুরু, 'খেলা হবে'র মতো সংলাপের দৃশ্য।
'রকি ও রানি কি প্রেমকাহানি' ছবির ট্রেলার মুক্তি পেতেই শিরোনামে জায়গা করে নিয়েছিল। বাঙালির ঘর-সংসার, রীতি-রেওয়াজ, আদব-কায়দা এসবও উঠে এসেছিল ট্রেলারে। বাঙালির সংস্কৃতি দেখাতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গও উঠেছিল। বাংলা বিধানসভার জনপ্রিয় স্লোগান 'খেলা হবে'-ও উল্লেখ ছিল। সেন্সর বোর্ডের কাঁচিতে সেই সব দৃশ্য বাদ গিয়েছে। থাকবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্লেখও।
আরও পড়ুন: 'আবার প্রলয়'-এর স্টার কাস্টে রাজনীতিকদের ছড়াছড়ি, রয়েছেন রাজ্যের এক মন্ত্রীও
CBFC এই ছবির সার্টিফিকেট দেওয়ার আগে খেলা হবে স্লোগান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্লেখ নিয়ে আপত্তি তোলে। রবীন্দ্রনাথ ঠাকুরের দৃশ্য নিয়েও শোরগোল শুরু হয়। বেশ কয়েকটি অশ্লীল শব্দেরও পরিবর্তন হয়েছে বলে জানা গিয়ে।