মুম্বইয়ের আন্ধেরির ব্যস্ততম রাস্তা । সেখানেই অচেতন অবস্থায় পড়েছিলেন এক ব্যক্তি । তাঁকে ঘিরে জটলা । জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন অনেকে । তখন পাশ দিয়ে যাচ্ছিলেন অভিনেতা গুরমিত চৌধুরী । গাড়ি থামিয়ে নেমে আসেন । সাহায্যের হাত বাড়িয়ে দেন । শুধু তাই নয়, ওই ব্যাক্তির প্রাণ বাঁচাতে রাস্তায় বসে সিপিআর দিতেও দেখা গেল । সম্প্রতি, সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল, অচেতন অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন এক ব্যক্তি । গুরমিত এগিয়ে এসে তাঁকে দেখেই সিপিআর দেওয়ার প্রয়োজন অনুভব করেন । তারপরেই রাস্তায় হাঁটু গেড়ে বসে বারবার তাঁর হার্ট পাম্প করতে দেখা গেল বলি অভিনেতাকে । স্থানীয়দের হাত-পা ঘষে দিতেও বলেন তিনি । কিন্তু, শেষপর্যন্ত কোনও লাভ না হওয়ায়, সকলের সঙ্গে আলোচনা করে ওই ব্যক্তিকে হাসপাতালের পাঠানোর ব্যবস্থা করেন গুরমীত ।
গুরমীতের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা । তাঁকে ধন্যবাদও জানিয়েছেন অনেকে । অতিমারীর সময়ও এভাবেই মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল গুরমীতকে ।