Bipasha Basu : প্রথম মেয়েকে নিয়ে ছবি বিপাশা-করণের,একটু ম্যাজিক, আর মিষ্টি,শেয়ার করলেন 'দেবী' তৈরির রেসিপি

Updated : Nov 28, 2022 12:03
|
Editorji News Desk

বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের কোল জুড়ে এখন ছোট্ট দেবী । দুই সপ্তাহ আগেই মা হয়েছেন বিপাশা বসু । এবার একরত্তির প্রথম ছবি পোস্ট করলেন অভিনেত্রী । দেবী বসু সিংহ গ্রোভারের সঙ্গে মিষ্টি ছবি ভাগ করলেন মা বিপাশা বসু এবং বাবা কর্ণ সিংহ গ্রোভার । লিখলেন মজা ও ইমোশনে মোড়া ক্যাপশন । যেখানে 'দেবী' তৈরির রেসিপিও শেয়ার করেছেন তারকা জুটি । 

বিপাশা যে ছবি শেয়ার করেছেন, সেখানে দেখা গেল, করণের কোলে নরম  কম্বলে মোড়া দেবী । মা-বাবা দু'জনেই তাঁদের ছোট্ট এঞ্জেলের দিকে তাকিয়ে রয়েছেন । যদিও মেয়ের মুখের ছবি প্রকাশ্যে আনেননি দম্পতি । মুখের জায়গায় এঁকে দিয়েছেন সাদা হৃদয় । ক্যাপশনে অভিনেত্রী 'সুইট বেবি এঞ্জেল' তৈরির রেসিপি সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন । তার জন্য রয়েছে মাত্র ৬টা স্টেপ । কী কী? বিপাশা বলছেন, ১.কাপের এক চতুর্থাংশ তুমি (করণ সিং গ্রোভার) ।  ২.এক চতুর্থাংশ আমি (বিপাশা) । ৩) অর্ধেক কাপ মায়ের ভালোবাসা এবং আশীর্বাদ। ৪.টপিংসে অনেকটা ম্যাজিক, ৫.৩ ফোঁটা রামধনুর নির্যাস, পিক্সি ডাস্ট (পরিদের কাছে থাকা জাদুচূর্ণ), ইউনিকর্ন এবং যা কিছু স্বর্গীয়, ছড়িয়ে দিতে হবে। ৬) সিজনিংয়ে স্বাদ মতো সমস্ত মিষ্টি ছড়িয়ে নিতে হবে। এভাবেই তৈরি হয়েছে তাঁদের ছোট্ট এঞ্জেল । বিপাশার এই পোস্ট ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা ।

চুটিয়ে মাতৃত্বকাল উপভোগ করেছিলেন বিপাশা বসু। সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন একাধিক ছবিও। ২০১৫ সালে ভূষণ প্যাটেলের ছবি 'এলোন'-একসঙ্গে অভিনয় করেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। সেখান থেকেই বন্ধুত্ব, পরে প্রেম। ২০১৬ সালে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। বিয়ের ৬ বছর পর ২ থেকে তিন হলেন তাঁরা।

Karan singh groverBipasha BasuBollywood

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ