শনিবার রাতে তিলোত্তমায় পা রেখেছেন ভূমি। রবিবার ছিল শ্যুটিং। এই প্রথম তাঁর ‘সিটি অফ জয়’ এ পা রাখা। ভূমি জানান , ‘‘দীর্ঘ দিন ধরে কলকাতায় আসার ইচ্ছা ছিল। এই বাংলা থেকে বহু গুণী মানুষ উঠে এসেছেন। সিনেমা থেকে সাহিত্য, সেরার সেরা শিল্পীরা সব এই বাংলার।’ এসেই বড়বাজারে চুড়ি কিনতেও যেতে চেয়েছিলেন ভূমি, এছাড়া পরিবারের পাঠানো লিস্টে আসছে ঝালমুড়ি ,মিষ্টি আরও কত কী।
Panchayat Election 2023: পুলিশের উর্দি খুলের নেওয়ার হুমকি সুকান্তর, নিন্দা তৃণমূলের
পর্দায় তাঁর আবির্ভাব ‘দম লাগাকে হাইসা’ ছবি দিয়ে। প্রথম ছবিতেই নজর করেছিলেন ভূমি পেডেনকার। বুঝিয়ে দিয়েছিলেন গতে বাঁধা রোমান্টিক কমার্শিয়াল ছবি করতে তিনি আসেননি। তার পরে ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘শুভ মঙ্গল সাবধান’, কিংবা সমকালীন ‘ভীড়’, ‘অফওয়া’র মতো ছবিতেও তিনি ফাটিয়ে অভিনয় করেছেন।