র্যাপতারকা বাদশার বিশ্বজোড়া খ্যাতি। তাঁর একাধিক র্যাপ মানুষের মুখে মুখে ফেরে। ল্যামবর্গিনি, মার্সিডিজ়, রোল্স রয়েস- তাঁর সংগ্রহে বিলাসবহুল গাড়ির সারি রয়েছে। কিন্তু সম্প্রতি তিনি এসেছিলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে, অরিজিৎ সিং-য়ের বাড়িতে।
Sandip Ray: চেন্নাইতে শ্যুটিং-এ গিয়ে গুরুতর অসুস্থ সন্দীপ রায়, তড়ঘড়ি ফিরতে হল কলকাতা
সকলেরই জানা নিজের সাধারণ জীবনযাপনের জন্য হামেশাই খবরে থাকেন অরিজিৎ সিং। স্কুটার চড়েই যাতায়াত করেন অরিজিৎ। মুর্শিদাবাদের মানুষ হামেশাই তাঁকে দেখেন। এবার বাদশাও মুর্শিদাবাদে এসে ঘুরে বেড়ালেন স্কুটিতে। সোস্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নিমেষে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।