লুকোছাপা নয়, ৫৭ বছরে ধুমধাম করেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন অভিনেতা আশিস বিদ্যার্থী। পাত্রী অসমের রূপালি বড়ুয়া। তাঁদের বিয়ে নিয়ে মশলাদার আলোচনা চলেছে সর্বত্র, কিন্তু তাতে থোড়াই কেয়ার মিঞা-বিবির। বিয়ের পর এবার হলিডে মুডে নবদম্পতি। মধুচন্দ্রিমা সারতেই কি বেরিয়ে পড়েছেন জুটিতে? সেকথা অবশ্য স্পষ্ট করেননি কেউই। একটি বাসের ভিতর বসে দুজনের ছবি পোস্ট করেছেন আশিস। অবশ্য তাঁদের গন্তব্য কোথায় তা কিন্তু জানাননি।
'নিভৃতে যতনে' জমাট বেঁধেছে ভালবাসা, কীভাবে মন দেওয়া নেওয়া আশিস-রূপালির?
জানেন তাঁদের প্রেমের শুরুটা কী ভাবে? জন্মসূত্রে অসমের মেয়ে হলেও এখন কলকাতায় কর্মরত তিনি। কলকাতার ফ্যাশন জগতের সঙ্গে ওঠাবসা রয়েছে রূপালির। সূত্রের খবর, একটি ফ্যাশন শ্যুটেই প্রথম দেখা কর্তা-গিন্নির। সেখান থেকেই ফোন নম্বর চালাচালি। তারপর সময়ের সঙ্গে সঙ্গে প্রেম জমে তাঁদের, এরপর বিয়ে।