সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) । প্রায়ই ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন । সম্প্রতি, সেরকমই একটি মুহূর্তের সাক্ষ্মী থাকল নেটদুনিয়া ।
মঙ্গলবার এক বছর পূর্ণ করল বিরুষ্কা কন্যা ভামিকা (Vamika) । মেয়ের জন্মদিনের আগের রাতে স্বামীর সঙ্গে মিষ্টি সেলফি ইনস্টাগ্রামে শেয়ার করেন বিরাট ঘরণী । ছবিতে কালো হুডিতে দেখা গিয়েছে অনুষ্কাকে । বিরাটকে (Virat Kohli) জাপটে ধরে রয়েছেন অনুষ্কা । ক্যাপশনে লিখেছেন, ‘কে ৯.৩০টার সময় ঘুমোতে যায় ?’ এই ছবির মধ্যে দিয়ে বিরাটের প্রতিদিনের রুটিনের এক ঝলকও তুলে ধরেছেন অনুষ্কা ।
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় (South Africa) রয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা । মেয়ের প্রথম জন্মদিন সেখানেই উদযাপন করবেন এই তারকা দম্পতি । এদিকে, মঙ্গলবারই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলছেন বিরাট ।
উল্লেখ্য, গত তিন বছর ধরে অভিনয়ের দুনিয়া থেকে বিরতি নিয়েছেন অনুষ্কা । তাঁর শেষ ছবি ছিল ২০১৮ সালের 'জিরো' (Zero) । তবে নতুন বছরে সুখবর দিয়েছেন অভিনেত্রী । ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদা এক্সপ্রেস' (Chakda Express) ছবির মাধ্যমে কামব্যাক করছেন তিনি । নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি ।