একগাল পাকা দাঁড়ি , লম্বা চুল ,পরনে সেই চিরচেনা জোব্বা। যেন অবিকল কবিগুরু। একবার চোখ কচলে দেখলেও বোঝার উপায় নেই। সম্প্রতি রবি ঠাকুরের জুতোয় পা গলিয়ে সকলকে চমকে দিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। বাংলা চলচ্চিত্রে রবি ঠাকুর আশ্রিত সাহিত্য, গান, গল্প নিয়ে ছবি হয়েছে বহু। এবার বলিউডে আসছে বিশ্বকবির বায়োপিক। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবির ফার্স্ট লুক সামনে এনে অভিনেতা লিখেছেন, ‘আমার৫৩৮ তম প্রকল্প। যথাসময়ে বিস্তারিত জানাব। আমার সৌভাগ্য যে আমি পর্দায় গুরুদেবের চরিত্রে অভিনয় করার সৌভাগ্য পেয়েছি’
আধুনিক বাংলা চলচ্চিত্রে বার বার জায়গা করে নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর বিভিন্ন উপন্যাস এবং ছোটগল্পের আধারে নির্মিত হয়েছে বাংলা সিনেমা৷ সত্যজিৎ রায়, তপন সিনহা থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ- বাংলা চলচ্চিত্রের মহীরূহরা বারংবার আঁকড়ে ধরেছেন রবীন্দ্রনাথের অমূল্য সব সৃষ্টিকে। এবার বলিউডে আসছে কবিগুরুর জীবনী।