বেশ কয়েক বছর কেটে গিয়েছে অভিনেতা সুশান্ত সিং রাজপুত আর নেই। অভিনেতার মৃত্যু তদন্তে উঠে এসেছিল একের পর এক মোড় ঘোরানো তথ্য। যদিও আজও তার কিনারা হয়নি। তিনি নেই অথচ রয়ে গিয়েছে তাঁর অজস্র স্মৃতি। সুশান্তের মৃত্যুর এত বছর পর বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অঙ্কিতা লোখান্ডে।
সুশান্তের মৃত্যুর পর তাঁর ‘প্রাক্তন’ প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে ভেঙে পড়েছিলেন। ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকের পর থেকে প্রায় ৭ বছর সম্পর্কে ছিলেন অঙ্কিতা এবং সুশান্ত। সম্প্রতি, এই বিষয়ে নিরাবতা ভেঙেছেন অঙ্কিতা। কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকীর সঙ্গে একটি টক শোতে অঙ্কিতা জানান, সুশান্ত একদম কিছু না জানিয়েই সম্পর্ক ভেঙে দিয়েছিলেন। কার্যত উধাও হয়ে গিয়েছিলেন। অঙ্কিতা আরও জানান, সুশান্তের সঙ্গে বিচ্ছেদ সামলে উঠতে অঙ্কিতার দীর্ঘ ২.৫ বছর সময় লেগেছিল।