তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট । 'ইয়াদোঁ কি বরাত'-এ শিশু অভিনেতা হিসাবে যাত্রা শুরু । সেইসময়ই অভিনেতা হিসাবে নিজের জাত চিনিয়েছিলেন তিনি । এরপর ‘কেয়ামত সে কেয়ামত তক’-এ তিনি রোমান্টিক নায়ক । বলিউডে দীর্ঘ ৩২ বছরের কেরিয়ারে একের পর এক অসাধারণ সিনেমা উপহার দিয়েছেন । ঠিকই ধরেছেন, কথা হচ্ছে আমির খানকে নিয়ে । আজ, ১৪ মার্চ জন্মদিন তাঁর । বুধবার মধ্যরাতে পাপারাজ্জিদের সঙ্গে কেক কেটে ৫৯তম জন্মদিন সেলিব্রেট করলেন আমির । সঙ্গে ছিলেন প্রাক্তন স্ত্রী ও বন্ধু কিরণ রাও ।
প্রতি বছরই মিডিয়ার সঙ্গে জন্মদিন সেলিব্রেট করেন আমির । এবারও তার অন্যথা হল না । 'সিতারে জমিন পর'-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন আমির । সেখান থেকেই সময় বের করে সেলিব্রেশনে অংশ নেন অভিনেতা । তাঁর সঙ্গে দেখা যায় কিরণকেও । এছাড়াও ছিল লাপাতা লেডিজের টিম । কেক কাটার পর তিনি সবাইকে ধন্যবাদও জানান ।
আমির খান জানান, তিনি শুটিংয়ে ব্যস্ত রয়েছেন । সেখান থেকেই ১০-১৫ মিনিট সময় বের করে এখানে এসেছেন । কেক কেটেই তিনি সোজা শুটিং ফ্লোরে যাবেন ।
আমির খানের শেষ ছবি ছিল 'লাল সিং চড্ডা' । বক্স অফিসে সাফল্য পায়নি সিনেমাটি । এরপর কোনও প্রজেক্টে দেখা যায়নি তাঁকে । সম্প্রতি, ‘তারে জমিন পর’-এর অনুপ্রেরণায় ‘সিতারে জমিন পর’ সিনেমাটির ঘোষণা করেন অভিনেতা । আমির জানিয়েছেন, ক্রিসমাসে বক্স অফিসে মুক্তি পেতে পারে এই সিনেমা ।