দিল্লি বিমানবন্দর (Delhi Airport) । যাত্রীদের ভিড় । ফ্লাইট ধরার ব্যস্ততা । এরই মধ্যে হঠাৎ ট্রলি ভর্তি লাগেজ নিয়ে ছুটতে দেখা গেল আলিয়া ভাটকে (Alia Bhatt) । কালো লম্বা জ্যাকেট, ব্ল্যাক টাইটস আর বুটস পরেছেন আলিয়া । চোখেমুখে আতঙ্ক । ভিড় জমে গিয়েছে মানুষের । হঠাৎ কী হল অভিনেত্রীর ?
সম্প্রতি, দিল্লি বিমানবন্দরে আলিয়ার এই ভিডিওটি (Alia Bhatt Viral Video) ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ভিডিওটি দেখলেই বোঝা যাবে, আলিয়ার এই বিমানবন্দরে দৌড়াদৌড়ি বাস্তবে নয়, দেখা যাবে সিনেমায় । আরও একটি ভিডিও বিষয়টা আরও স্পষ্ট করেছে । দেখা যাচ্ছে, আলিয়ারই পাশে হাঁটছেন কর্ণ । শুটিং বন্ধ হতেই কর্ণ জোহর এগিয়ে আসেন । আলিয়ার সঙ্গে কথাবার্তা বলেন । বুঝতে আর অসুবিধা নেই যে, কর্ণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র (Rocky Aur Rani Ki Prem Kahani) শুট চলছে দিল্লি বিমানবন্দরে ।
‘রকি অউর রানি’-তে আলিয়াকে দেখা যাবে রণবীর সিং-এর সঙ্গে । বিয়ের সপ্তাহেই শুটিংয়ের জন্য রাজস্থানে গিয়েছিলেন তিনি । তাছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি এবং বাঙালি অভিনেত্রী-পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়কেও । পরের বছর ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই সিনেমা ।