Ranbir-Alia Wedding : সঙ্গী ২৪ বছর, আলিয়াকে কনে সাজে দেখে আবেগপ্রবণ অভিনেত্রীর দেহরক্ষী

Updated : Apr 17, 2022 17:47
|
Editorji News Desk

সেই পাঁচ বছর বয়স থেকে আলিয়ার (Alia Bhatt) হাতটা শক্ত করে ধরেছিলেন । তারপর মাঝে কেটে গিয়েছে ২৪টা বছর । সেই ছোট্ট আলিয়া আজ কপূর বাড়ির বউ । আলিয়াকে কনের সাজে দেখে তাঁর মন-প্রাণ আনন্দে ভরে উঠেছে । ভাবছেন তো, এখানে 'তিনি' কে ? আলিয়ার বাবা মহেশ ভাট ? না, বাবা নয়, তবে বাবার মতো । আলিয়ার দেহরক্ষী সুনীল তালেকর (Alia's Bodyguard Sunil Talekar) ।

হ্যাঁ ঠিকই শুনেছেন । সুনীল ১৯৯৮ সাল থেকে আলিয়ার দেহরক্ষী । পাঁচ বছর বয়স থেকে চোখের সামনে আলিয়াকে বড় হতে দেখেছেন । আলিয়ার সব দায়িত্ব ছিল তাঁর উপরেই । ছোটবেলায় স্কুলে নিয়ে যাওয়া থেকে, আলিয়ার প্রথম শুটিং...২৪ বছর ধরে বাবার মতোই আগলে রেখেছেন তিনি । তাই আলিয়াকে কনের সাজে দেখে, আবেগ ধরে রাখতে পারেননি সুনীল ।

আরও পড়ুন, Alia-Ranbir Wedding Reception : 'বাস্তু'-তে চাঁদের হাট, কালো পোশাকের থিমে জমজমাট আলিয়া-রণবীরের রিসেপশন
 

নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে আলিয়া ও রণবীরের বিয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন সুনীল । একটা ছবিতে দেখা গেল রণবীর আর আলিয়ার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সুনীল । ক্যাপশনে লিখেছেন, সেই ছোটবেলায় তোমার হাত ধরেছিলাম । আজ তোমাকে কনে সাজে দেখে আমি যে কতটা খুশি বলে বোঝাতে পারব না । সম্প্রতি, এক সাক্ষাৎকারে আলিয়ার বিয়ে নিয়ে বলতে গিয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি সুনীল । স্মৃতিচারণ করে বলেন, "নিজের মেয়ের মতো চোখের সামনে বড় হল আলিয়া । স্কুলে নিয়ে যেতাম আমিই । আমারই দায়িত্বে ওকে নিশ্চিন্তে ছেড়েছিল পরিবার । মনে পড়ে প্রথম দিনের শুটিং । আলিয়া অডিশন দিতে যাওয়ার সময় আমি সঙ্গে ছিলাম । আর় আজ দেখতে দেখতে সেই মেয়ের বিয়ে হয়ে গেল !" সুনীলের শুধুমাত্র চাওয়া একটাই, আলিয়া যেন তাঁর জীবনে সুখী হয়।

উল্লেখ্য, ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর-আলিয়া । বিয়ের দুদিন পর শনিবার রাতে কাপুরদের বাড়ি ‘বাস্তু’তেই একটি রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল । সেখানে দুই পরিবারের পাশাপাশি দেখা মিলল ইন্ডাস্ট্রির তারকাদের । শাহরুখ খান থেকে করণ জোহর, অয়ন মুখোপাধ্যায়, অর্জুন কাপুর, মালাইকা আরোরা ও আরও অনেকে ।

Alia-Ranbir WeddingAlia Bhatt

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ