Alia Bhatt Ranbir Kapoor Wedding: হাতে সময় আর একেবারেই নেই । তাই 'রণলিয়া'-র বিয়ের প্রস্তুতিও চলছে জোর কদমে । বাড়ি সাজানো থেকে শুরু করে মেহেন্দি, সঙ্গীতের প্রস্তুতি, সব্যসাচীর ডিজাইন করা পোশাক বাড়িতে পৌঁছানোর খবর, এই সবকিছু ভক্তদের উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে । যদিও, বিয়ের বিষয়ে রণবীর-আলিয়া কেউই মুখ খোলেননি । বিয়ের জল্পনা, প্রস্তুতির মধ্যে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে । যা নজর কেড়েছে নেটিজেনদের । যেখানে দেখা যাচ্ছে, আলিয়াকে তাঁর বিয়ের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর অনুরাগীরা । শুভেচ্ছায় লাজুক হাসছেন আলিয়া ।
সম্প্রতি এই ভিডিও প্রকাশ্যে এনেছেন ফারহা খান । তিনি নাচের প্রোগ্রামের জন্য বোস্টনে রয়েছেন । সেখান থেকে আলিয়াকে ভিডিও কল করেন তিনি । আলিয়াকে দেখা মাত্রই বিয়ের শুভেচ্ছা জানাতে শুরু করেন তাঁর অনুরাগীরা । সেইসময়, ভিডিও কলে রণবীর সিংয়ের পাশে বসে থাকতে দেখা যাবে আলিয়া ভাটকে । তাঁরা 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-এর শুটিং করছিলেন বলে জানা গিয়েছে । কালো শাড়িতে, অভিনেত্রীকে দারুণ লাগছিল । অনুরাগীরা যখন বুঝতে পারেন ভিডিও কলে আলিয়া রয়েছেন, তখনই তাঁরা আলিয়াকে অভিনন্দন জানাতে শুরু করে । তখন ফোনের ওপাশে লাজুক হেসে আলিয়ার প্রশ্ন, 'কিসের জন্য?'
এদিকে, রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে জল্পনার আর শেষ নেই । তাঁদের বিয়ে স্থগিত হওয়ার একটি খবর প্রকাশ্যে আসে সম্প্রতি । যদিও, পরে তা নাকচ করে দিয়ে আলিয়া ভাটের বৈমাত্রেয় ভাই রাহুল ভাট জানান, বিয়ে হচ্ছেই । এর আগে, রাহুল ভাট জানিয়েছিলেন, রণবীর-আলিয়ার বিয়ে স্থগিত হতে পারে । পরে তিনি জানান, তাঁকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে ।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাহুল ভাট জানিয়েছেন, বিয়ে চলতি বছরের ২০ এপ্রিলের আগেই হবে । তবে, তার সঙ্গে তিনি এ কথাও জানিয়েছিলেন যে, বিয়ের স্থান বদল হতে পারে । বাড়ির সামনে সারাক্ষণ প্রচারমাধ্যমের ভিড় করে থাকাকে এর জন্য দায়ী করেছেন তিনি ।
রাহুল ভাটের বক্তব্য অনুযায়ী, রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়েতে অতিথি তালিকায় থাকবেন মাত্র ২৮ জন । যাঁদের মধ্যে অধিকাংশই পরিবারের সদস্য । বছরের সবচেয়ে হাই প্রোফাইল সেলেব তারকা যুগলের বিয়েতে নিরাপত্তার একটু কড়াকড়ি তো থাকবেই । জানা গিয়েছে, রণবীর কাপুর-আলিয়া ভাটের (Ranbir Kapoor-Alia Bhatt Wedding) বিয়ের অনুষ্ঠানে মুম্বইয়ের সবচেয়ে বড় বেসরকারি নিরাপত্তা সংস্থা থেকে ভাড়া করা হয়েছে ২০০ জন বাউন্সার ।
যদিও, বিয়ে (Ranbir-Alia wedding) কোথায় হবে, তা নিয়ে এখনও নানারকম কথা শোনা যাচ্ছে । কয়েকটি রিপোর্ট জানাচ্ছে, রণবীর ও আলিয়ার চারহাত এক হবে চেম্বুরের আরকে হাউজে। অন্য কয়েকটি রিপোর্ট অনুযায়ী, রণবীর ও আলিয়ার বিয়ে হবে রণবীরের বান্দ্রার বাসভবন 'বাস্তু'তে । রাহুল ভাট নিজেও জানিয়েছেন, 'রণলিয়া'-র ভেন্যু বদল হতে পারে ।