সময় ভাল যাচ্ছিল না অক্ষয় কুমারের । চলতি বছরে অক্ষয় কুমারের সব ছবিই প্রায় ফ্লপের খাতায় । বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি 'সম্রাট পৃথ্বীরাজ', 'বচ্চন পাণ্ডে', 'রক্ষা বন্ধন' । তবে, দিওয়ালিতে শুরুটা ভালই হল আক্কির । তিনদিনে বক্স অফিসে তুলনামূলক ভাল ব্যবসা করেছে 'রাম সেতু'।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের দেওয়া তথ্য অনুযায়ী, তৃতীয় দিনে ৮.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে 'রাম সেতু'। যদিও, প্রথম দু'দিনের তুলনায় ব্যবসা কিছুটা কমেছে । প্রথম দিন ব্যবসা করেছিল ১৫.২৫ কোটি । দ্বিতীয় দিনে ব্যবসা হয়েছিল ১১.৪০ কোটি । এখনও পর্যন্ত 'রাম সেতু'ব্যবসা করেছে মোট ৩৫.৪০ কোটি টাকা ।
ভারতের ঐতিহ্যকে বাঁচানো,ইতিহাসকে সংরক্ষণের লড়াইয়ের গল্প নিয়ে অক্ষয় কুমারের (Akshay Kumar) আগামী সিনেমা 'রাম সেতু'। সিনেমায় অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন নুসরত ভারুচা ও জ্যাকলিন ফার্নান্দেজ । 'রাম সেতু' নিয়ে বিতর্কও কম নয় । ছবিতে ‘তথ্য বিকৃত' করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন অনেকে । এই একই অভিযোগ তুলে বিজেপি নেতা ও রাজ্যসভার সদস্য সুব্রহ্মণ্যম স্বামী 'রাম সেতু' টিমকে আইনি নোটিসও পাঠিয়েছিলেন ।