কথায় বলে ‘দুটো চামচ একসঙ্গে থাকলে, ঠোকাঠুকি হবেই’, বিচ্ছেদের জল্পনা উড়িয়ে ছোট্ট করে এই কথাই যেন বুঝিয়ে দিলেন রাই সুন্দরী। যখন তাঁদের ‘দাম্পত্য’ নিয়ে পাতার পর পাতা বিচ্ছেদের খবর রটছে, তখন ঐশ্বর্য রাই একটি পোস্টেই সব গুঞ্জনের কার্যত ইতি টানলেন।
অভিষেকের জন্মদিনের সন্ধেতে, একটি পারিবারিক ছবি শেয়ার করে ঐশ্বর্য লিখলেন, ‘সুখ, ভালবাসা, শান্তি, এবং সুস্বাস্থ্য সব তোমার হোক, ঈশ্বর তোমার মঙ্গল করুন, আরও উজ্বল হোক জীবন’।
উল্লেখ্য , অভিষেক-ঐশ্বর্যর বিবাহবিচ্ছেদ, বচ্চন পরিবারে সম্পত্তির ভাগ, শ্বশুরবাড়ির সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ক, বিগবির তার বউমাকে আনফলো করে দেওয়া...বিভিন্ন সময়ে এরকম বিভিন্নরকম খবর ছড়িয়েছে । কিন্তু, বচ্চন পরিবারের তরফে কেউ কোনওদিন প্রকাশ্যে এই বিষয়ে বলেননি । ঐশ্বর্য-ও বললেন না, যেন নীরবে উত্তর দিলেন।