কাপুর পরিবারে খুশির আমেজ। রিমা কাপুরের ছেলে আদর জৈনের গ্র্যান্ড ওয়েডিং নিয়ে মেতে রয়েছেন সকলে। পাত্রী আলেখ্যর সঙ্গে গাটছড়া বেঁধেছেন আদর। এই খুশির আমেজে নিজের অতীত সম্পর্কে 'বেফাঁস' মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়লেন আদর।
মেহেন্দি অনুষ্ঠানে কী বলেছেন আদর?
সকলের সামনে হবু স্ত্রীকে আদর বলেন, 'আমি সবসময় তোমাকে ভালবাসি। তোমার সঙ্গে চিরকাল থাকতে চেয়েছি কিন্তু সুযোগ পাইনি। তাই চারটে বছর আমি শুধু 'টাইম পাস' পেয়েছি। কিন্তু অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে। আমি সব থেকে সুন্দরী মেয়েকে নিজের স্ত্রী হিসাবে পেয়েছি। সবটা স্বপ্নের মতো লাগছে।'
আদরের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। কারণ নেটিজনদের মতে, এই কথার আড়ালে আদতে তিনি তারা সুতারিয়ার সঙ্গে তাঁর পুরনো সম্পর্ককে টেনে এনেছেন। যা শুনে রীতিমতো বিরক্ত প্রকাশ করেছেন সকলে। তাঁদের কথায়, নতুন জীবনের শুরুতে এভাবে পুরানো কথা টেনে আনা অর্থহীন। কেউ আবার আদরকে রেড ফ্ল্যাগ বলেও উল্লেখ করেছেন।
আসলে আদরের সঙ্গে বেশ কয়েক বছরের সম্পর্ক তারা সুতারিয়ার। একাধিক বলিউড পার্টি, বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যেত। কিন্তু গত বছর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তারপরেই নিজের জীবনসঙ্গী হিসেবে আলেখ্যকে বেছে নেন আদর। কিন্তু নেটিজনদের চোখ যে কিছুই এড়ায় না।
জানা গিয়েছে, আলেখ্য নাকি তারার খুব ভাল বান্ধবী এমনকি বেস্টফ্রেন্ড বলা চলে। একসঙ্গে তাঁদের একাধিক ছবিও রয়েছে। কানাঘুষো শোনা যায় আলেখ্যর কারণেই নাকি তারার সঙ্গে আদরের বিচ্ছেদ হয়েছে। কিন্তু নিজের বিয়ের অনুষ্ঠানে নিজের অতীতকে 'টাইমপাস' বলা কী ঠিক হল? আপনার কী মনে হয়?