রবিবারের সিনহা বাড়ি জমজমাট। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। তাই সকাল থেকেই মুম্বইয়ের বাড়িতে চলছে শেষবেলার প্রস্তুতি। সন্ধ্যার লগ্নে চার হাত এক হবে সোনাক্ষী সিনহার। তার আগে, বিয়ের আগের দিন ব্লু কর্ডে দেখা গেল তাঁকে। বাড়িতেই ছিল পুজোর অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে মা পুনম সিনহার সঙ্গে দেখা গেল বলিউড অভিনেত্রী। সোনাক্ষীর সেই পুজোর ছবিই এখন ভাইরাল।
বিয়ের আগের দিন প্রকাশ্যে এসেছে সোনাক্ষী জাহিরের মেহেন্দি অনুষ্ঠানের ছবি | দম্পতির মেহেন্দি অনুষ্ঠানের একটি অভ্যন্তরীণ ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে নানা অনুষ্ঠান |
ইতিমধ্যেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোনাক্ষী-জাহিরের বিয়ের কার্ডের ছবি । কয়েক দিন আগে ব্যাচেলার পার্টিও সেরে ফেলেছেন সলমনের নায়িকা । গ্লিটারি শর্ট ড্রেসে আগুন ঝড়িয়েছেন তিনি । আবার ফাদার্স ডে-তে জাহিরের বাড়িতেও উদযাপন করতে দেখা গিয়েছে ।
তবে কোনও ধর্মীয় আচার মানা হবে না এই বিয়েতে, তা জানিয়ে দিয়েছে জাহির ইকবালের পরিবার। বিয়ের পর সোনাক্ষীর ধর্ম পরিবর্তন করতে হবে বলে যে জল্পনা চলছিল, তাও নস্যাৎ করে দিয়েছেন জাহির ইকবালের বাবা। তিনি জানিয়েছেন, বিয়ে দুটি হৃদয়ের মেলবন্ধন। কোনও ধর্মান্তকরণ হবে না এখানে। আমরা সকলেই মানবতায় বিশ্বাসী।