করোনা(Corona) আবহেই ফের বিয়ের সানাই বাজছে বলিউডে(Bollywood) । এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হিন্দি টেলিভিশন তথা বলিউড অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy) । ২৭ জানুয়ারি গোয়ার (Goa) সমুদ্রসৈকতে প্রেমিক সূরজ নাম্বিয়ার(Suraj Nambiar) সঙ্গে সাতপাক ঘুরবেন এই বাঙালি অভিনেত্রী । শোনা যাচ্ছে, বিয়ের জন্য গোয়ার ভাগাতোর সৈকতের কাছেই একটি বিলাসবহুল হোটেল বুক করেছেন তাঁরা ।
দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাঙ্কার সুরজ নাম্বিয়ার । এর আগে, দুবাইতেই(Dubai) তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল । কিন্তু, পরিকল্পনায় বদল হয়েছে । ওয়েডিং ডেস্টিনেশন হিসাব গোয়াকেই বেছে নিয়েছেন দুজনে । অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র এক সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানের জন্য গোয়ায় একটি পাঁচতারা হোটেল বুক করা হয়েছে । ইতিমধ্যে বন্ধুদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে । তবে, নিমন্ত্রিতদের বিয়ে সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করতে বারণ করা হয়েছে ।
আরও পড়ুন, Virat Kohli-Anushka Sharma : ‘কে ৯.৩০টার সময় ঘুমোতে যায় ?’ বিরাটকে নিয়ে মিষ্টি পোস্ট অনুষ্কার
সূত্রের খবর, কোভিড আবহে, বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিতদের সঙ্গে থাকতে হবে ভ্যাকসিনেশন সার্টিফিকেট । শোনা যাচ্ছে, নিমন্ত্রিতদের তালিকায় রয়েছেন করণ জোহার, একতা কাপুর ও মণীশ মালহোত্রার মত সেলিব্রিটিরা ।