দেশজুড়ে ডেঙ্গির (Dengue) প্রকোপ থেকে বাদ যাচ্ছেন না কেউই । ডেঙ্গির কবলে সাধারণ মানুষ থেকে তারকা সকলেই । এবার ডেঙ্গিতে আক্রান্ত হলেন বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan) । অসুস্থতার কারণে আপাতত বাড়িতেই রয়েছেন তিনি । বর্তমানে 'বিগ বস' (Bigg Boss) নিয়ে ব্যস্ত ভাইজান । কিন্তু, অসুস্থ হয়ে পড়ায় শো থেকে সাময়িক বিরতি নিচ্ছেন সলমন । এখন 'বিগ বস'-এ কয়েকদিন সঞ্চালকের ভূমিকায় অন্য এক তারকাকে দেখা যাবে ।
জানা গিয়েছে, সলমনের বদলে 'বিগ বস' সঞ্চালনা করবেন করণ জোহর (Karan Johar) । তবে, মাঝে মাঝে সলমন খানকেও দেখা যাবে । বলিউড অন্দরের খবর, আগেই বেশ কিছু পর্বের শুটিং সেরে রেখেছেন সলমন । ভাইজানের এক ঘনিষ্ঠ সূত্রে খবর, সেরকম বাড়াবাড়ি পরিস্থিতি কিছু হয়নি । ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সলমন । এখন সব কাজ বন্ধ করে বেশ কয়েকদিন পুরোপুরি বিশ্রামে থাকবেন অভিনেতা । এমনকী, দিওয়ালির কোনও আমন্ত্রণেই যেতে পারছেন না তিনি । তবে,দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরুক ভাইজান, সেই কামনায় করছেন তাঁর অনুরাগীরা ।
আরও পড়ুন, Kareena Malaika: ফেস্টিভ মুডে বলি সেলেবরা! করিনা, অমৃতা, মালাইকার দিওয়ালি পার্টি জমজমাট
অন্যদিকে, 'বিগ বস' সঞ্চালনা করণ জোহারের কাছে কিছু নতুন নয় । আগেও 'বিগ বস ওটিটিতে' সঞ্চালনা করেছেন । ফলে তিনি যে অভিজ্ঞ-এ নিয়ে কোনও দ্বিমত নেই।
উল্লেখ্য, মঙ্গলবার, ২৫ অক্টোবর থেকে সলমনের পরের ছবিতে শুটিং শুরুর কথা রয়েছে । কিন্তু, অভিনেতা অসুস্থ হয়ে পড়ায়, মঙ্গলবারই শুটিং শুরু করতে পারবেন কি না, সেই বিষয়ে সন্দেহ রয়েছে । যদিও, ছবির কাজ বন্ধ নেই । অন্যান্য অভিনেতাদের নিয়ে শুটি চলছে সিনেমার ।