রবিবার এক অন্য মুম্বই। ভাঙড়ার তালে নাচছে বলিউড। আর তাঁদের মধ্যমণি একজনই। তিনি ভারতীয় সিনেমার হিম্যান ধর্মেন্দ্র। মাথায় লাল পাগড়ি আর পরণে কালো শুট। নাতির বারাতে মুম্বই রাস্তায় নাচলেন অশিতিপর এই অভিনেতা। বাণিজ্য নগরীর এক পাঁচতারায় সম্পন্ন হল অভিনেতা সানি দেওলের ছেলে করণ দেওলের বিয়ে। পাত্রী প্রয়াত পরিচালক বিমল রায়ের নাতনি দৃশা আচার্য। দীর্ঘদিনের প্রেম এদিন বিয়ের বৃত্তকে সম্পন্ন করল।
পঞ্জাবি রীতি মেনেই ঘোড়ায় চেপে এসেছে বর। আর সামনে বারাতে নাচতে দেখা গিয়েছে করণের বাবা সানি এবং কাকা ববি দেওলকেও। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছেন ধর্মেন্দ্র। নাতির বিয়েতে তাঁর উৎসাহে মুগ্ধ করেছে সবাইকে। অন্য দিকে লাল রঙের লেহঙ্গায় সেজেছিলেন দৃশা। হাসিমুখে ছাঁদনাতলায় তিনি উপস্থিত হন। দীর্ঘ দিনের প্রেমিকের গলায় মালা দেওয়ার পরে নববধূর চোখেমুখে উজ্জ্বল হাসি দেখা গেল।