আজ, ২০ নভেম্বর থেকে শুরু হয়ে গেল ভারতের ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । গোয়ায় এদিন বসেছিল চাঁদের হাট । অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। প্রায় ৯দিন ধরে চলবে এই উৎসব । তার রঙিন উদ্বোধন হয়ে গেল আজ ।
উদ্বোধনের দিন সঞ্চালনার দায়িত্বে ছিলেন করিশ্মা তন্না ও অপারশক্তি খুরানা । এদিন, চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে আগুন ঝরালেন মাধুরী দীক্ষিত, দিব্যা দত্ত থেকে করণ জোহর, শাহিদ কাপুর, সানি দেওল, বিজয় সেতুপতিরা । উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্ত । এদিন, মাধুরী দীক্ষিতকে ভারতীয় চলচ্চিত্রে তাঁর গভীর অবদানের জন্য সম্মানিত করা হয় ।
জানা গিয়েছে, উদ্বোধনী ছবি হিসাবে ব্রিটিশ চলচ্চিত্র ক্যাচিং ডাস্ট প্রদর্শিত হয়েছে । এবছর থাকছে, ১৩টি ওয়ার্ল্ড প্রিমিয়ার, ১৮টি আন্তর্জাতিক প্রিমিয়ার, ৬২টি এশিয়া প্রিমিয়ার এবং ৮৯টি ইন্ডিয়া প্রিমিয়ার । 'ইন্ডিয়ান প্যানোরামা' বিভাগে ভারত থেকে ২৫টি ফিচার ফিল্ম এবং ২০টি নন-ফিচার ফিল্ম দেখানো হবে । উল্লেখ্য, বারের চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে বিখ্যাত হলিউড অভিনেতা এবং প্রযোজক মাইকেল ডগলাসকে ।