'হাতে চাঁদ' পেয়েছে ভারত। গোটা দেশজুড়েই উদযাপন। চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম-এর সফট ল্যান্ডিং (Chandrayaan 3)-এর পর খুশির হাওয়া চারপাশে। সোশ্যাল মিডিয়ায় টুইট করছেন নানা পেশার সঙ্গে যুক্ত থাকা গন্যিমানিরা। পিছিয়ে নেই বলিউডও, উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাহরুখ খান (Shahrukh Khan), অক্ষয় কুমার (Akshay Kumar), অনুপম খেররা (Anupam Kher)।
চাঁদ তারে তোড় লায়ু... ইয়েস বস ছবির আইকনিক গানের লাইনটি দিয়েই সোশ্যাল মিডিয়ায় প্রাথমিক উচ্ছ্বাস প্রকাশ করেছেন কিং খান।
তেরঙ্গা হাতে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিনেতা অনুপম খের জানিয়েছেন, আজ তাঁর জীবনের সবচেয়ে স্মরণীয় দিন।
Chandrayaan 3: চাঁদের মাটিতে চন্দ্রযান! আবেগ-উল্লাসে ভাসল ইসরো-র দফতর
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অক্ষয় কুমার জানিয়েছেন, ভারতকে ইতিহাস রচনা করতে দেখাটাই তাঁর কাছে গর্বের।
গত ১৪ জুলাই চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান ৩। সারা বিশ্বের মধ্যে ভারত-ই প্রথম চাঁদের দক্ষিণ মেরুর মাটি স্পর্শ করল।