রিলিজের পর থেকেই বক্স অফিস মাতিয়ে রেখেছে বলিউড ছবি- 'ক্রু'। তব্বু, করিনা কাপুর খান ও কৃতি শ্যানন অভিনীত এই ছবিটি শুধু দর্শক আনুকূল্যই নয়, পেয়েছে সমালোচকদের প্রশংসাও। ভারতের বক্স-অফিসের দুর্দান্ত ফলের পর এবার ছবিটি মুক্তি পেল বাংলাদেশেও। ১ এপ্রিল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘ক্রু’। সাফটা চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো হিন্দি সিনেমা আমদানি করেছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স। তবে, ইদে বাংলাদেশে ছবিটি চলবে না বলে জানালেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা মেসবাহউদ্দিন আহমেদ। নিয়মানুযায়ী ইদের উৎসবে হিন্দি সিনেমা চালানো যাবে না। তাই ইদের সময় ‘ক্রু’-এর শো বন্ধ থাকবে।
উল্লেখ্য, ‘লুটকেস’ খ্যাত পরিচালক রাজেশ কৃষ্ণাণের পরিচালনায় তৈরি ‘ক্রু’। ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছেন রিয়া কাপুর ও একতা কাপুর। হাসির মোড়কে চুরির গল্প সাজিয়েছেন তাঁরা। যার কেন্দ্রবিন্দুতে রয়েছে করিনা, তাব্বু ও কৃতীর চরিত্র। মহিলা ব্রিগেডের এই হাইস্ট কমেডি মুক্তির দিন ২০ কোটি ৭ লক্ষ টাকা আয় করে ফেলেছে। আর তাতেই উচ্ছ্বসিত গোটা টিম।