আলোর উৎসবে মেতেছে গোটা দেশ। সেলিব্রেশন চলছে সর্বত্রই। একতা কাপুর গতকাল রাতে মুম্বাইতে তার বাসভবনে একটি গ্র্যান্ড দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন। বলাই বাহুল্য, সেই পার্টিতে কার্যত বসেছিল চাঁদের হাট।
অতিথিদের তালিকায় ছিলেন কৃতি স্যানন, অনন্যা পান্ডে, আদিত্য রায় কাপুর, করণ জোহর, দিশা পাটানি, শানায়া কাপুর, শিল্পা শেঠি, শমিতা শেঠি, রাজ কুন্দ্রা, নার্গিস ফাখরি, ভূমি পেডনেকার, তাজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা, আলায় এফ, মৌনি রায়, রিচা চাড্ডা, আলি ফজল, বিদ্যা বালান প্রমুখরা।
প্রযোজক অমৃতপাল সিং বিন্দ্রা একটি দীপাবলি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, সেই পার্টি আলো করতে এসেছিলেন কিয়ারা আদভানি, সিদ্ধার্থ মালহোত্রারা।