ভারতীয় সিনেমার চিরকালীন নায়ক দেব আনন্দের (Dev Anand) ১০০ বছর। এখনও, কিংবদন্তি অভিনেতার প্রয়াণের এক যুগ পরেও দেশবাসীর কাছে 'এভারগ্রিন' শব্দটির সমনাম দেব আনন্দ।
হিন্দি ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন কয়েশ শো অভিনেতা। কিন্তু ভক্তদের মনে 'নায়ক' হয়ে থেকে গিয়েছেন হাতে গোনা যে ক'জন, তার একেবারে প্রথম ২-তিন জনের মধ্যে দেব আনন্দ।
Mimi Chakraborty-Abir Chatterjee: মিমির দাপট হজম হয়? কী বললেন আবির?
দেব আনন্দ শুধু একটা নাম তো নয়, হিন্দি ছবির কয়েক কোটি দর্শকের কাছে দেব আনন্দ এক আবেগের নাম। 'ট্যাক্সি ড্রাইভার', 'পেইং গেস্ট' 'কালাপানি', 'তেরে ঘরকি সামনে', 'গাইড',-এর মতো অসংখ্য ছবির মধ্যে দিয়ে দেবানন্দ এখনও দর্শকের মনে জ্বলজ্বল করছেন। আইকনিক সেই টুপি মাথায় ঘাড় হেলিয়ে হাসতে হাসতে কী অবলীলায় গেয়ে চলেছেন, 'ম্যায় জিন্দেগিকা সাথ নিভাতা চলা গ্যায়া'।