অভিনেত্রী উর্বশী রওতেলা (Urvashi Rautela) ও ক্রিকেটার ঋষভ পন্থ (Rishav Panth)। বহু চর্চিত দুই নাম। তাঁদের সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্নও উঠেছে। শুক্রবার ভোরে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ (Rishav panth Car Accident)। এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই উর্বশীর প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন সকলে। অবশেষে নিজের ইনস্টাগ্রামে লিখলেন উর্বশী।
অভিনেত্রী তাঁর কোনও এক অনুষ্ঠানের ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। একটি সাদা পায়রা এবং হার্টের ইমোটিকন দিয়ে উর্বশী লেখেন, 'প্রার্থনা করছি'। সাদা শান্তির প্রতীক। এই পোস্টের মাধ্যমে তবে কি ঋষভের সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন উর্বশী? অন্তত এমনটাই মনে করছেন তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন- দুর্ঘটনার সময় ঘুমিয়ে পড়েছিলেন, পুলিশকে জানালেন ঋষভ পন্থ
শুক্রবার গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্থ। উত্তরাখণ্ড থেকে দিল্লি আসার পথে দুর্ঘটনা ঘটে। রুরকির নারশান সীমান্তে দিল্লি-দেরাদুন হাইওয়েতে। নিয়ন্ত্রণ রাখতে না পেরে ডিভাইডারের রেলিংয়ে ধাক্কা মারেন ঋষভ পন্থের বিএমডব্লিউ গাড়ি। গাড়িতে আগুন লেগে যায়। জানলার কাঁচ ভেঙে বেরোতে হয় তাঁকে।