Mamta Kulkarni: তিন খানের নায়িকা, বলিউড ছেড়ে বৈরাগী, মহাকুম্ভে মহাবিতর্কে মমতা

Updated : Feb 07, 2025 19:04
|
Editorji News Desk

প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা (Maha Kumbh Mela 2025)। এই মেলায় সন্ন্যাস গ্রহণ করেন ৯০ এর দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি। কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর পদে নিযুক্ত হন তিনি। তাঁর নতুন নামকরণ করা হয় শ্রী মাই মমতা নন্দ গিরি। তবে তিনি সন্ন্যাস গ্রহণের পর থেকেই নানা বিতর্ক তাঁকে ঘিরে ধরে। যদিও মাত্র ৩ দিনের মাথাতেই তিনি হারান সেই উপাধি। 


এর কারণ কী? 


তাঁর বিরুদ্ধে ১০ কোটি টাকা ঘুষ দিয়ে পদ অর্জনের অভিযোগ ওঠে। নবরাত্রির পর তাঁর মদ্যপানের ঘটনাও এই মুহূর্তে চর্চায়। মমতার বিগত সময়ের লাস্যময়ী ইমেজ তাঁর সন্ন্যাস জীবনের প্রথম বাধা হয়ে দাঁড়ায়। ১৯৯০ এর দশকে তাঁর টপলেস, বোল্ড স্যুটের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন আখড়ার একাংশের সদস্যরা। যদিও এর বিরুদ্ধে মমতার যুক্তি, যখন তিনি স্টারডাস্ট ম্যাগাজিনের জন্য শ্যুট করেছিলেন তখন নবম শ্রেণিতে পড়েন তিনি। যৌনতা নগ্নতার মানেও সেসময় তিনি বুঝতেন না বলে জানিয়েছেন মমতা। 


এছাড়াও তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাঁর অভিনীত গানে বেশ কিছু অশ্লীল শব্দের ব্যবহার রয়েছে। এর উত্তরে তিনি জানান, গানের কথা তিনি অনেক সময় জানতে পারতেন সেটে যাওয়ার পরে। অভিনেত্রীর আরও দাবি, নাচের সময় গানের কথা ভালো করে শুনতেনও না, শুধু তিনি নন মাধুরী দীক্ষিতকে জিজ্ঞেস করলেও একই কথা বলবেন। 


ঘুষ প্রসঙ্গে তাঁর জবাব, “১০ কোটি টাকা তো দূর। আমার কাছে এক কোটি টাকাও নেই। আমার সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আমি কেবল দু’লক্ষ টাকা ধার করে আমার গুরুকে দক্ষিণা দিয়েছি।” বাবা রামদেব থেকে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী মমতার সন্ন্যাস নিয়ে প্রশ্ন তোলেন। রামদেব জানান, 'বিশ্বের যাবতীয় সবকিছু ভোগ করে আচমকা সন্ন্যাসী হওয়ার ইচ্ছে হয়েছে। ভাবছেন এক দিনেই মহামণ্ডলেশ্বর তকমা পেয়ে যাবেন।'  উত্তরে মমতা জানান , 'ওঁর মহাকাল ও মহাকালীকে ভয় পাওয়া উচিত।' আর ধীরেন্দ্র প্রসঙ্গে মমতার বক্তব্য, ওঁর যা বয়স তার বেশি সময় ধরে তিনি সাধনা করছেন। উল্লেখ্য, বর্তমানে কিন্নর আখড়া থেকে বিতাড়িতে হয়েছেন মমতা। হারিয়েছেন মহামন্ডলেশ্বর তকমাও।

গত কয়েকদিন ধরেই বিতর্কের শীর্ষে ৯০ এর দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি। এবারের মহাকুম্ভ মেলায় কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর উপাধি পান তিনি। তবে এক সপ্তাহও টেকেনি সেই পদের মেয়াদ। আর তারপর থেকে একাধিক বিতর্ক দানা বেঁধেছে তাঁকে ঘিরে। ৯০ দশকের দাপুটে এই অভিনেত্রী তাবড় তাবড় অভিনেতাদের নায়িকা ছিলেন। তবে বিনোদন জগৎ থেকেও তিনি হারিয়ে যান ২০০০ সাল থেকেই। সলমন খান, শাহরুখ খান , অক্ষয় কুমার , সানি দেওলের নায়িকা ছিলেন তিনি। এক ঝলকে জেনে নেওয়া যাক কোন কোন ছবির নায়িকা ছিলেন মমতা? 

'করণ অর্জুন' (1995) – শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে অভিনীত মমতার এই সিনেমা সুপারহিট হয়েছিল।


'সবসে বড়া খিলাড়ি' (1995) – অক্ষয় কুমারের সঙ্গে অভিনীত এই অ্যাকশন থ্রিলার ছিল সেই সময়ের জনপ্রিয় সিনেমাগুলোর একটি।


'বাজি– আমির খানের সঙ্গে তাঁর বাজি ছবিটিও দুর্দান্ত হিট হয়েছিল সেইসময়। 

'চায়না গেট' (1998) – এই সিনেমায় তার অভিনয় ও গান 'চাম্মা চাম্মা' খুব জনপ্রিয় হয়েছিল।


'আশিক আওয়ারা' (1993) – এই সিনেমা দিয়ে তিনি ফিল্মফেয়ার 'লাক্স ফেস অফ দ্য ইয়ার' পুরস্কার জিতেছিলেন।


'ক্রান্তিবীর' (1994) – এই সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়, এবং এটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল।


'ঘাতক' (1996) – সানি দেওলের বিপরীতে তার অভিনীত এই সিনেমাটিও বাণিজ্যিকভাবে সফল হয়েছিল।

Mamta Kulkarni

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ