কলকাতা রয়েছেন কার্তিক আরিয়ান । ভুল ভুলাইয়া ৩-এর শুটিং চলছে শহরে । হাওড়া ব্রিজ থেকে পার্ক স্ট্রিট...বাইক নিয়ে শহরের অলিতে-গলিতে দেখা যাচ্ছে রুহ বাবাকে । তবে, শুটিংয়ের মাঝেই শহরের খানা-পিনাতেও মজেছেন বলি অভিনেতা । কলকাতায় এসেছেন, অথচ এখানকার খাবার চেখে দেখবেন না তা কী হয় । বুধবার সকালে পার্ক স্ট্রিটের ফ্লুরিজে ক্যামেরাবন্দী হলেন কার্তিক । সেখানে জমিয়ে ব্রেকফাস্ট সারলেন তিনি ।
বুধবার একটি দৈনিকের সোশ্যাল মিডিয়া পেজে কার্তিকের ছবি ভাইরাল হয় । সেই ছবি রিপোস্ট করে ফ্লুরিজ । যেখানে রুহ বাবার লুকেই দেখা গেল কার্তিককে । পরনে কালো পোশাক, রুদ্রাক্ষের মালা, চোখে সানগ্লাস, মাথায় কালো বান্ডানা । টেবিলে সাজানো খাবার । খেতে ব্যস্ত কার্তিক । জানা গিয়েছে, কার্তিক অর্ডার করেছিলেন এগ হোয়াইট মশালা অমলেট, ফ্রেঞ্চ টোস্ট আর ক্লাসিক কোল্ড ব্রু । উল্লেখ্য, দিন কয়েক আগে ফ্লুরিজে শুটিং করতে দেখা গিয়েছিল কাজলকে ।
মঙ্গলবারই হাওড়া ব্রিজ, তারপর মল্লিক ঘাটের ফুলের বাজার, লাহাবাড়িতে হল শুটিং করেন কার্তিক । আগামী কয়েকদিন পার্কস্ট্রিট সহ কলকাতার অন্যান্য আইকনিক লোকেশনে চলবে 'ভুল ভুলাইয়া ৩'এর শুটিং।