আবারও একসঙ্গে পর্দায় আবীর চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী। তাঁদের প্রথম ছবি ‘ফাটাফাটি’ বাঙালি দর্শকদের হলমুখী করেছিল। ফের এই জুটিকেই এক্কেবারে নতুন মোড়কে পর্দায় ফেরাচ্ছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবির নাম ‘বহুরূপী’, এবার সামনে এল প্রথম ঝলক। অ্যাকশনে ভরা এই থ্রিলারের পরতে পরতে চমক দেখা গিয়েছে।
শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়দের লুক, এক্কেবারে নতুন রূপে ধরা দিলেন। এর আগে আরজি করের ঘটনার জেরে পরিচালকদ্বয় পিছিয়ে দিয়েছিলেন টিজারের মুক্তি।
এই ছবিতে ASI সুমন্ত ঘোষালের চরিত্রে দেখা যাচ্ছে আবির চট্টোপাধ্যায়কে। ‘ঝিমলি’ চরিত্রে অভিনয় করছেন কৌশানি, ‘পরী’ হয়েছেন ঋতাভরী। বারও সত্যি ঘটনা অবলম্বনে ছবি। ১৯৯৩ থেকে ২০০৫-এর মাঝে ঘটে যাওয়া নানা অপরাধমূলক ঘটনা এই ছবির প্রেক্ষাপট।
শিবপ্রসাদ জানিয়েছিলেন, এই ছবির পিছনে যে সত্য ঘটনা রয়েছে, তার মুখ্য চরিত্র এখনও বেঁচে আছেন। সিনেমায় আসল চরিত্রদের জবানবন্দিও রাখা হয়েছে। রক্তবীজের থেকেও এই ঘটনা বড়। কাউন্টডাউন শুরু হল টিজার বেরোনোর পর থেকেই।