প্রবাসী হলেও শিকড় ছাড়েননি অভিনেত্রী বিপাসা বসু। আর তাই বাঙালি রীতি অনুযায়ী মেয়ের মুখেভাতের অনুষ্ঠানের আয়োজন করলেন তিনি।
গত বছরের ২২ নভেম্বর পৃথিবীর আলো দেখেছিল বিপাসা কন্যা। সেকারণে বাঙালি রীতি অনুযায়ী ঠিক ৬ মাস পর কন্যার মুখেভাতের আযোজন করা হয়েছিল। সাজগোজও ছিল মানানসই। লাল টিপ থেকে শুরু করে মাথায় মুকুট, গলায় সোনার হার থেকে সোনালি বালা, পায়ে সোনার নূপুর সবেতেই ছিল বাঙালিআনার ছোঁয়া। আর প্রথম অন্ন মুখে দিল দাদুর হাতে পায়েস খেয়ে।
অন্যদিকে অভিনেত্রীর স্বামী করণ সিং গ্রোভারকেও দেখা গেছে সাদা পাঞ্জাবিতে। আর বিপাসার সাজপোশাকে ছিল সুতোর কাজ করা চুড়িদার।
অন্নপ্রাশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের বন্ধু ও পরিজনরা। এছাড়াও বিপাসা এবং করণের বন্ধুদেরও উপস্থিত থাকতে দেখা গেছে। ওই অনুষ্ঠানের বেশ কিছু ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী।