Kavita Devi Biopic: WWW-র রিংয়ে প্রথম ভারতীয় মহিলা কবিতা দেবী, কুস্তিগীরদের আন্দোলনের মাঝেই বায়োপিক ঘোষণা

Updated : May 29, 2023 17:14
|
Editorji News Desk

বিখ্যাত কুস্তিগীরকে নিয়ে আসছে বায়োপিক । কুস্তিগীরদের আন্দোলনে যখন উত্তপ্ত দেশ, দেশের 'চ্যাম্পিয়ন'-রা যখন দেশেই হেনস্থার শিকার, পুলিশের হাতে আটক, তখন এই পরিস্থিতিতে এক বিখ্যাত কুস্তিগীরকে নিয়ে বায়োপিকের খবর সামনে এল । ডব্লিউডব্লিউই-র রিংয়ে দাপানো প্রথম ভারতীয় মহিলা কবিতা দেবী । তাঁকে নিয়েই সিনেমা করবেন প্রযোজক প্রীতি আগরওয়াল ও জিশান আহমেদ । ই টাইমসকে বায়োপিক সম্পর্কে জানিয়েছেন প্রীতি ।

জানা গিয়েছে, বায়োপিকে দেখা যাবে, কীভাবে কবিতার ভাই সঞ্জয় দালাল কবিতার কেরিয়ার গড়তে সাহায্য করেছিলেন ও তাঁকে দৃঢ়চেতা করে তুলেছিলেন । কবিতাকে সবাই 'হার্ড কেডি' নামেই চেনেন । জিশান আহমেদ জানিয়েছেন, বায়োপিকটি এখনও লেখার পর্যায়ে রয়েছে এবং ছবিতে মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন জানা যায়নি এখনও । 

কেন কবিতা দেবীর বায়োপিক ? ই টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে প্রীতি বলেন,"কবিতার পুরো জীবনটা খুবই অনুপ্রেরণাদায়ক । জীবনের প্রতিটি পর্যায়ে তিনি সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করার সাহস দেখিয়েছেন । তিনি আরও বলেন, "WWE সবসময় পুরুষদের ঘাঁটি হিসেবে বিবেচিত হয়েছে। পরবর্তীতে সারা বিশ্বের অনেক নারী এতে আগ্রহী হতে শুরু করেন এবং পেশাগতভাবে এতে অংশ নিতে শুরু করেন। কিন্তু তখনও ভারত থেকে কোনও নারী সাহস করে এগিয়ে যাননি । কিন্তু কবিতা দেবী সেই সাহস দেখান । আর প্রমাণ করে দেন তিনি কোনও অংশে কম নন । 

২০১৭ সালে ভারতীয় ডব্লিউডব্লিউই কুস্তীগির হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন কবিতা দেবী। সালোয়ার কামিজ পরে তিনি রিংয়ে উঠেছিলেন। তিনিই ছিলেন প্রথম কোনও মহিলা, যিনি এমন ঢিলেঢালা পোশাক পরে কুস্তি লড়েন। ওটাই ছিল তাঁর ট্রেডমার্ক ।

Kavita Devi

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ