বিখ্যাত কুস্তিগীরকে নিয়ে আসছে বায়োপিক । কুস্তিগীরদের আন্দোলনে যখন উত্তপ্ত দেশ, দেশের 'চ্যাম্পিয়ন'-রা যখন দেশেই হেনস্থার শিকার, পুলিশের হাতে আটক, তখন এই পরিস্থিতিতে এক বিখ্যাত কুস্তিগীরকে নিয়ে বায়োপিকের খবর সামনে এল । ডব্লিউডব্লিউই-র রিংয়ে দাপানো প্রথম ভারতীয় মহিলা কবিতা দেবী । তাঁকে নিয়েই সিনেমা করবেন প্রযোজক প্রীতি আগরওয়াল ও জিশান আহমেদ । ই টাইমসকে বায়োপিক সম্পর্কে জানিয়েছেন প্রীতি ।
জানা গিয়েছে, বায়োপিকে দেখা যাবে, কীভাবে কবিতার ভাই সঞ্জয় দালাল কবিতার কেরিয়ার গড়তে সাহায্য করেছিলেন ও তাঁকে দৃঢ়চেতা করে তুলেছিলেন । কবিতাকে সবাই 'হার্ড কেডি' নামেই চেনেন । জিশান আহমেদ জানিয়েছেন, বায়োপিকটি এখনও লেখার পর্যায়ে রয়েছে এবং ছবিতে মুখ্য চরিত্রে কে অভিনয় করবেন জানা যায়নি এখনও ।
কেন কবিতা দেবীর বায়োপিক ? ই টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে প্রীতি বলেন,"কবিতার পুরো জীবনটা খুবই অনুপ্রেরণাদায়ক । জীবনের প্রতিটি পর্যায়ে তিনি সমস্ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করার সাহস দেখিয়েছেন । তিনি আরও বলেন, "WWE সবসময় পুরুষদের ঘাঁটি হিসেবে বিবেচিত হয়েছে। পরবর্তীতে সারা বিশ্বের অনেক নারী এতে আগ্রহী হতে শুরু করেন এবং পেশাগতভাবে এতে অংশ নিতে শুরু করেন। কিন্তু তখনও ভারত থেকে কোনও নারী সাহস করে এগিয়ে যাননি । কিন্তু কবিতা দেবী সেই সাহস দেখান । আর প্রমাণ করে দেন তিনি কোনও অংশে কম নন ।
২০১৭ সালে ভারতীয় ডব্লিউডব্লিউই কুস্তীগির হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন কবিতা দেবী। সালোয়ার কামিজ পরে তিনি রিংয়ে উঠেছিলেন। তিনিই ছিলেন প্রথম কোনও মহিলা, যিনি এমন ঢিলেঢালা পোশাক পরে কুস্তি লড়েন। ওটাই ছিল তাঁর ট্রেডমার্ক ।