অবলা রাস্তার কুকুররা না বলতে পারে কথা, না করতে পারে প্রতিবাদ। পথকুকুরদের ভারতের বিভিন্ন অংশে পারিয়া বলা হয়। এবার তাঁদের হয়েই আওয়াজ তুলবে তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘পারিয়া’, পথকুকুরদের ত্রাতার ভূমিকায় বিক্রম চট্টোপাধ্যায়। আগামী ৯ ফেব্রুয়ারি ছবি মুক্তির দিন, তার আগে জোরকদমে চলছে ছবির প্রচার।
Srijit Mukherjee: বড় চমক সৃজিতের, 'পদাতিক' ছবিতে শোনা যাবে সত্যজিৎ রায়ের কণ্ঠস্বর
এবার জ্যাকেটের তলায় দুই পারিয়াকে নিয়ে পথমিছিল করলেন অঙ্গনা, বিক্রম, শ্রীলেখারা। বার্তা দিলেন পথকুকুরদের Adopt করার। এদিন এই টিমের তরফে এই ছবির প্রচারের জন্য ছবির আসল হিরো পথ কুকুরদের নিয়েই পথে নামলেন অভিনেতা-অভিনেত্রীদের।