আপামর বাঙালি তাঁকে চেনে ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Banerjee) নামে। কিন্তু ক'জন জানি তাঁর আসল নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায়? তিনশোর বেশি ছবিতে অভিনয় করা এই মানুষটির আজ ১০৩ তম জন্মদিন।
ভানু বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক এবার বড় পর্দায় (Film on Bhanu) ।
কিংবদন্তি অভিনেতার গতবছরের জন্মদিনেই এই বিশেষ খবর দিয়েছিল প্রযোজনা সংস্থা। পরিচালক ডঃ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় বানাচ্ছেন 'যমালয়ে জীবন্ত ভানু' ( New Film Jomaloye Jibonto Bhanu)। ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ছবির পোস্টার সামনে এল, এই শীতেই মুক্তি পেতে চলেছে ছবিটি।
কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় মানে তো কেবল দমফাটা হাসি আর দুরন্ত অভিনয় না। তার বাইরেও আরো অনেক কিছু। ১৯২০ সালে বিক্রমপুরে জন্ম তাঁর। নিজেকে আজীবন 'ঢাকার পোলা' বলেই পরিচয় দিতেন। একদম ছোটবেলায় শহীদ দীনেশ গুপ্তর সান্নিধ্যে এসে জড়িয়ে পড়া স্বাধীনতা সংগ্রামে। তারপর ধীরে ধীরে অভিনয় জগতে পা রাখেন।