ফের শীর্ষ স্থানে 'মিঠাই'(Mithai)। মনোহরার সদস্যরা এই সপ্তাহে পেল পেয়েছে ৮.৪। এবারও দ্বিতীয় স্থানে রয়েছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'(Lokkhi Kakima Superstar)। এই ধারাবাহিকের ঝুলিতে রয়েছে ৭.৮। একধাপ উপরে উঠে তৃতীয় স্থানে 'আলতা ফড়িং'(Aalta Phoring), পেয়েছে ৭.৫। আবার আবার নম্বর কমে গিয়ে চতুর্থ স্থানে চলে গেল 'গাঁটছড়া'(Gantchhora)। এই মেগার ঝুলিতে ৭.৪। অন্যদিকে পঞ্চমে 'গৌরী এলো'(Gouri Elo) পেয়েছে, ৭.৩।
গুলি খেয়ে কার্যত মৃত্যুমুখে পৌঁছে গিয়েছিল মিঠাই। তুফানমেলের ওই অবস্থা দেখে চিন্তায় নাওয়া-খাওয়া ভুলেছিল সিদ্ধার্থ। সেইসব টানটান পর্ব দেখতে টিভি স্ক্রিনের সামনে থেকে যে নড়তে পারেননি দর্শকরা, তার প্রমাণ এই টিআরপি রেটিং। আর, সেই কারণেই, বেঙ্গল টপারের তকমা এইবার কেউ ছিনিয়ে নিয়ে পারেনি জি বাংলার এই ধারাবাহিকের থেকে। ,
অন্যদিকে, ‘ধূলোকণা’র নম্বর মারাত্মক কমেছে। লালন-ফুলঝুরির বিয়ে মিটতেই এই সিরিয়াল থেকে যেন আমচকাই মুখ ফিরিয়ে নিয়েছে দর্শক। অন্যদিকে স্টার জলসার নতুন দুই মেগা ‘সাহেবের চিঠি’ এবং ‘এক্কা দোক্কা’ও সেভাবে সাড়া ফেলছে টিআরপি তালিকায়। প্রতীক সেনের মতো স্টার থাকা সত্ত্বেও এখনও সেরা ১০-এ জায়গা করেনি পারেনি ‘সাহেবের চিঠি’।