প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় কে যে শীর্ষে থাকে আর কে পড়বে মুখ থুবড়ে, তা বলা খুবই মুশকিল। এখানে আজ যে রাজা, কাল সে ফকির হয়েই যেতে পারে। লালন আর ফুলঝুরির ম্যাজিকে ফের মুগ্ধ দর্শক। তার ফলেই ফের এক নম্বরে 'ধুলোকণা'। প্রাপ্ত নম্বর ৮.২। বেশ কয়েক সপ্তাহ ধরে শীর্ষস্থান দখলে রাখার পর গত দু'সপ্তাহ ধরে টিআরপি তালিকায় যথেষ্ট নড়বড়ে অবস্থান জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই-এর। চলতি সপ্তাহেও তার অন্যথা হল না। একই অবস্থা ধারাবাহিক 'গাঁটছড়া'র'ও। অন্যদিকে, নিজের জায়গা ধরে রেখেছে আলতা ফড়িং। গত সপ্তাহের মতো এবারেও এই ধারাবাহিকটি টিআরপি তালিকায় দু নম্বরে। প্রাপ্ত নম্বর ৮।
তৃতীয় স্থানে একইসঙ্গে রয়েছে ধারাবাহিক 'গাঁটছড়া' (৭.৯) ও 'গৌরী এলো' (৭.৯)। চতুর্থ স্থানে রয়েছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' (৭.৩)। পঞ্চম স্থানে রয়েছে আরেক জনপ্রিয় ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। প্রাপ্ত নম্বর ৭.১।
এক সময়ের ফার্স্টগার্ল 'মিঠাই' রয়েছে ষষ্ঠ স্থানে। এই খবর পাওয়া মাত্রই ভক্তদের মনেও ভিড় করেছে দুশ্চিন্তা। তবে কি গুঞ্জনই সত্যি? সত্যিই কি বন্ধ হয়ে যাচ্ছে ওই জনপ্রিয় ধারাবাহিক? যদিও, পরিচালক রাজেন্দ্রপ্রসাদ জানিয়েছেন, তাঁর কাছে এখনই এই সংক্রান্ত কোনও খবর নেই।