Bengali New Year: পয়লা বৈশাখ মানে বাংলার আরও একটা নতুন বছরের সূচনা । পয়লা বৈশাখ মানেই নতুন জামা, দোকানে দোকানে হালখাতার ভিড়, মিষ্টিমুখ । সেই কবে থেকে এইভাবেই কাটে বাংলার নতুন বছরের প্রথম দিনটা । তবে দিন-কাল পরিবর্তন হয়েছে । হালখাতা তো থাকেই, সেইসঙ্গে বাইরে ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া-দাওয়াও তালিকায় যুক্ত হয়েছে অনেকদিনই । তবে কোনওবার পয়লা বৈশাখটা বাংলা সিনেমায় কেটেছে আপনার ? তাও আবার সিনেমা হলে গিয়ে ব্যাক টু ব্যাক বাংলা সিনেমা । যদি পয়লা বৈশাখে কোনও প্ল্যান না করে থাকেন, তাহলে কিন্তু ভেবে দেখতে পারেন । কারণ, পয়লা বৈশাখ ও পয়লা বৈশাখের আগে বড় পর্দায় মুক্তি পেয়েছে বেশ কয়েকটি বাংলা সিনেমা ।
মাছে ভাতে বাঙালি গোয়েন্দা একেনবাবু ফিরছেন । বড়পর্দায় 'দ্য একেন'-এর মুক্তির তারিখ ১৪ এপ্রিল । একেনবাবুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী । এছাড়া রয়েছেন দেবাশীষ মন্ডল (Debasish Mondal), সুহত্র মুখোপাধ্যায়, সোমক । এবার রহস্য সমাধানের ঠিকানা পাহাড় । ট্রেলার দেখেই উৎসাহ বেড়েছে দর্শকদের মধ্যে । ট্রেলারে কখনও দুঁদে গোয়েন্দাদের মত কখনও পাহাড়ে ছুটতে দেখা গিয়েছে, কখনও আড়াল থেকে সন্দেহভাজনের ওপর নজর রাখছেন একেনবাবু । পাহাড়ে রহস্য সমাধানে একেনবাবুর সঙ্গী হন আপনারাও । একে বাড়ির কচিকাঁচা থেকে বয়স্ক সদস্যকে নিয়ে দেখে আসুন 'দ্য একেন' ।
বাঙালি আইকন তথা বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক 'অভিযান' । পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় । বায়োপিকে সৌমিত্রবাবু অভিনয় করেছেন স্বনামে । শিল্পীর মৃত্যু হয়েছে ঠিকই । কিন্তু, মৃত্যুর পরেও তাঁর শিল্পের মধ্যে দিয়ে দর্শকদের কাছাকাছি আসবেন সৌমিত্র । শিল্পী, ব্যক্তি হিসেবে তাঁর সফরকেই পর্দায় তুলে ধরছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় । এই সিনেমায় বিভিন্ন চরিত্রে রয়েছেন পাওলি দাম (সুচিত্রা সেনের চরিত্রে), সোহিনী সরকার (মাধবী মুখোপাধ্যায়ের চরিত্রে), তুহিনা দাস (ওয়াহিদা রহমানের চরিত্রে), দেব শঙ্কর হালদার (শিশির ভাদুরির চরিত্রে), রুদ্রনীল ঘোষ (রবি ঘোষের চরিত্রে), তৃধা চৌধুরী (শর্মিলা ঠাকুরের চরিত্রে) । এছাড়া একটি বিশেষ ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । পয়লা বৈশাখে বাঙালির কাছে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে !
৮ এপ্রিল মুক্তি পেয়েছে অরিন্দম শীল পরিচালিত ‘মহানন্দা’। মহাশ্বেতা দেবীর জীবনের আধারে তৈরি এই সিনেমা । মহাশ্বেতা দেবীর জীবন প্রকৃত অর্থেই মহানন্দা নদীর মতোই বহমান । ব্যক্তিগত জীবন থেকে পেশা, সবক্ষেত্রেই বহু উত্থান-পতনের মধ্যে দিয়ে কেটেছে তাঁর জীবন । তবুও তিনি লড়াই চালিয়ে গিয়েছেন থেমে থাকেননি । অরিন্দম শীলের ‘মহানন্দা’ সেই লড়াইয়ের কথাই বলেছে । রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট । বলা ভাল, এটি একটি রাজনৈতিক ছবি । তবে দলীয় ছবি নয় । রাষ্ট্র বনাম দেশের মাটি, ইতিহাসের নির্মিত তথ্য বনাম সত্য, ক্ষমতা বনাম ক্ষমতাহীনতা, প্রান্তিক মানুষদের জীবন-সব দিক ফুটে উঠেছে এই সিনেমায় । মুখ্য চরিত্রে অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী । নববর্ষের দিন সিনেমা হলে গিয়ে পরিবারকে নিয়ে দেখে আসতে পারেন 'মহানন্দা' ।