টলিপাড়ার কোনও বড় মুখ নেই, অথচ সেই ছবি কিনা বাণিজ্যিক মুক্তির আগেই ছুঁয়ে ফেলল ১০০ টা স্বীকৃতি-র বিরল রেকর্ড। ছবির নাম 'ঘাসজমি'। ইতিমধ্যেই তার ঝোলায় ৮৬ টি পুরস্কার। বাংলা ছবির ক্ষেত্রে আগে রকম হয়েছে কিনা মনে পড়ে না।
'ঘাসজমি' অসমবয়সী দুই মেয়ের গল্প। তাঁদের চরিত্রেও ফারাক বিস্তর। অথচ ওঁদের বন্ধুত্ব জীবন বদলে দেয়। ছবির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন সঞ্জিতা আর 'হরগৌরী পাইস হোটেল' খ্যাত শুভস্মিতা মুখার্জি, অন্যান্যদের মধ্যে রয়েছেন দেবাশিস চট্টোপাধ্যায়, শাওন চক্রবর্তী, আরশি রায় প্রমূখ।
সুমন্ত্র রায় পরিচালিত ছবি 'ঘাসজমি' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মে মাসে।